অনন্যা চট্টোপাধ্যায়কে বর্তমানে দেখা যাচ্ছে সত্যি বলে সত্যি কিছু নেই ছবিতে। আর তার মাঝেই তিনি জানালেন যখন শুরু শুরুর দিকে এই ইন্ডাস্ট্রিতে আসেন, কাজ শুরু করেন তাঁকে কী কী শুনতে হয়েছিল।
আরও পড়ুন: শিল্প-পেশাতেও লিঙ্গবৈষম্য! সরস্বতী পুজোর আগে সমাজের গালে সপাটে চড় লাফটারসেনের
কী জানালেন অনন্যা চট্টোপাধ্যায়?
অনন্যা চট্টোপাধ্যায় এদিন স্ট্রেট আপ উইথ শ্রী নামক একটি পডকাস্ট শোতে এসে জানান তিনি যখন ২০০০ এর শুরুর দিকে টলিউডে আসেন তখন তাঁকে তিক্ত অভিজ্ঞতার মুখোমুখি হতে হয়। তাঁর আশেপাশের মানুষরা ব্যাপারটা ভালো ভাবে নেননি। এই বিষয়ে সত্যি বলে সত্যি কিছু নেই অভিনেত্রী বলেন, '২০০১ সালে আমি আমার কেরিয়ার শুরু করি। তখন ব্যাপারটা কেউ অতটা সহজে গ্রহণ করেনি। মানুষ তখন মনে করতেন যে এই জায়গাটা ভালো না। তাঁদের আলাদা একটা ভাবনা চিন্তা ছিল এই জায়গাটা নিয়ে। লাইনে নামিয়ে দিলে শুনতে হতো।'
অভিনেত্রী এদিন আরও বলেন, 'এটা তাঁদের ভুল নয়। তাঁরা বিষয়টা নিয়ে তেমন ভাবে কিছু জানত না। তাঁরা তখন এই ইন্ডাস্ট্রিকে বাইরে দিয়ে দেখত, আজ যেভাবে দেখা হয় সেভাবে দেখতো না কেউ।'
অনন্যা চট্টোপাধ্যায় তাঁর কাজের জায়গা এবং বাড়িতে দুই রকমের অভিজ্ঞতার তুলনা টেনে বলেন, 'আমাদের সবার কিছু না কিছু ইচ্ছে, আশা ছিল। বন্ধুদের সঙ্গে কথা বলতাম, আলোচনা করতাম, রোজ কেমন কী কাজ হল চর্চা চলত। একসঙ্গে সবাই মিলে বসে লাঞ্চ করতাম। সেটে তখন একসঙ্গে অনেকগুলো অনুভূতি কাজ করত। কিন্তু যখন বাড়ি ফিরতাম, তখন আত্মীয়, পরিচিত এমনকি আমার বাবা মাকে ফেস করা একটু কঠিন ছিল। ওরা ব্যাপারটাকে সহজ ভাবে নেয়নি খুব একটা।'
আরও পড়ুন: কলকাতার আনাচ কানাচের সঙ্গে রবি গান, সব্যসাচীর ২৫ বছরের উদযাপন জুড়ে শিকড়ের টান! মুগ্ধ নেটপাড়া
আরও পড়ুন: 'একটা আস্ত অস্কার স্পিচ তৈরি করে ফেলেছিলাম', বিনোদিনী নিয়ে কেন এমন বললেন রুক্মিণী?
প্রসঙ্গত অনন্যা চট্টোপাধ্যায়কে বর্তমানে সত্যি বলে সত্যি কিছু নেই ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাচ্ছে। সৃজিত মুখোপাধ্যায়ের এই ছবিটি এক রুকা হুয়া ফ্যায়সলা ছবির অবলম্বনে তৈরি হয়েছে। এখানে অনন্যা ছাড়াও আছেন পরমব্রত চট্টোপাধ্যায়, কৌশিক গঙ্গোপাধ্যায়, কৌশিক সেন, কাঞ্চন মল্লিক, অর্জুন চক্রবর্তী, ঋত্বিক চক্রবর্তী, অনির্বাণ চক্রবর্তী, প্রমুখ।