সোশ্যাল মিডিয়ায় দারুণ সক্রিয় অভিনেত্রী শিল্পা শেট্টি। প্রফেশনাল লাইফ থেকে পার্সোনাল লাইফ, পরিবারের সঙ্গে নানান মিষ্টি মুহূর্তের ছবিও প্রায়শই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন অভিনেত্রী। সদ্য মেয়ে সামিশার ৪ বছরের জন্মদিন পালন করেছেন অভিনেত্রী। খুদের একটি মিষ্টি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ার পাতায় শেয়ার করেছেন।
গত ১৫ ফেব্রুয়ারি সামিশার জন্মদিন পালন করেছেন শিল্পা। মেয়ের ভিডিয়ো পোস্ট করে অভিনেত্রী লিখেছেন, ‘আমার পুতুল, চার বছর বয়স হল, কিন্তু সমস্ত ভালোবাসা, সহানুভূতি, সাহসিকতা, সংবেদনশীলতা ভরে রয়েছে তোমার মধ্যে। শুভ জন্মদিন। আমাকে বেছে নেওয়ার জন্য ধন্যবাদ। আমরা তোমায় খুব ভালোবাসি। তুমি আসার পর আমার পৃথিবী আরও সুন্দর হয়ে উঠেছে’। আরও পড়ুন: জেমস বন্ডের চরিত্রে অভিনয় করতে চেয়েছিলেন! নিজের গায়ের রং নিয়ে এ কী বলে বসলেন SRK
ভিডিয়োতে দেখা যাচ্ছে, কাউচে পোষ্য কুকুরের সঙ্গে বসে খেলা করছেন সামিশা। পোষ্যের গায়ে হাত বুলিয়ে দিচ্ছে, আদর করছে, গলা জড়িয়ে ধরছে। মেয়ের এই আদুরে ভিডিয়ো ক্যামেরাবন্দি করেছেন শিল্পা। এরপরই মা মেয়ের কোলাজ করা ছবি এবং সপরিবারে ছবিও পোস্ট করেছেন অভিনেত্রী।