বাংলা নিউজ > বিষয় > Shilpa shetty daughter
Shilpa shetty daughter
সেরা খবর
সেরা ভিডিয়ো

মেয়ে সামিশা শেট্টিকে পুজো করেই অষ্টমী তিথি উদযাপন করলেন শিল্পা শেট্টি। রবিবার নিজের ইনস্টাগ্রামে সেই সুন্দর পবিত্র মুহূর্তটি তুলে ধরেছেন শিল্পা। এদিনে মেয়ে সামিশাকেই দেবী রূপে পুজো করেন শিল্পা। এদিন পুজোর সময় রূপোর পাত্রে মেয়ের পা ধুইয়ে দিতে দেখা যায় শিল্পাকে। পরে মেয়ের আরতিও করেন তিনি। সেই ভিডিয়ো পোস্ট করে শিল্পা ক্যাপশানে লিখেছেন, ‘আজ অষ্টমীর শুভক্ষণ উদযাপন করছি। আমাদের নিজের দেবী সামিশারকে কন্যা পুজোর মাধ্যমে পুজো শুরু করছি। পরম দেবী মহাগৌরী সকলকে সমৃদ্ধি, প্রেম এবং শান্তি দিয়ে আশীর্বাদ করুন। জয় মাতা দি।’