শনিবার মুম্বই-তে জুহুর পুলিশ স্টেশনে সলমন খানের বিরুদ্ধে বয়ান রেকর্ড করেন অভিনেত্রী শার্লিন চোপড়া। সেইসময় থানার বাইরে দাঁড়িয়ে থাকা মিডিয়াকে উদ্দেশ্য করে তাঁকে বলতে শোনা যায়, পুলিশ তাঁর সঙ্গে কোনওরকম সহযোগিতা করছে না। সঙ্গে তাঁর দাবি, কারও সাহস নেই সলমন খানের গায়ে হাত দেওয়ার কারণ সলমনের হাত রয়েছে তাঁর মাথায়।
পাপারাৎজিদের সামনে শার্লিনকে বলতে শোনা গেল, ‘সাজিদ খানের মাথায় আর কারও না সলমন খানের হাত রয়েছে। আর উনি থাকতে কেউ সাজিদের গায়ে হাতও লাগাতে পারবে না।’ এরপরই পুলিশের কাছ থেকে পাওয়া অসহযোগিতা নিয়ে কথা বলেন তিনি।
‘আমি নিজে অ্যাসিস্টান্ট পুলিশ অফিসারকে ফোন করে বললাম, জুহু পুলিশ কোনওভাবে সাহায্য করছে না আমায়। জানি না কী অসহায়ত্ব আছে ওদের। উপর থেকে কী চাপ আসছে। আমি শুধু ভাবছি একজন তারকা হয়ে আমার সঙ্গে যদি এরকম হয়, তাহলে সাধারণ মানুষের সঙ্গে কী হয়!’ এরপর সজল চোখে জানান, তাঁর দাবি শুধু পুলিশ এই বিষয়ে তদন্ত করুক কোনওরকম পক্ষপাত না করে।
শার্লিনের বয়ান অনুযায়ী ২০০৫ সালে সাজিদের লালসার শিকার হয়েছিলেন তিনি। কাজ পাইয়ে দেওয়ার নাম করে পরিচালক নিজের যৌনাঙ্গ প্রদর্শন করেছিলেন শার্লিনকে। এবং সেটিকে ১ থেকে ১০-র মধ্যে নম্বর দিতে বলেছিলেন। যদিও এদিন জুহু থানায় গিয়ে তাঁকে ব্যর্থই হতে হয়। কারণ যেই পুলিশ অফিসারের তাঁর বয়ান নেওয়ার কথা তিনি সেখানে উপস্থিত ছিলেন না। এক মহিলা অফিসারকে চেয়েছিলেন তিনি বয়ান রেকর্ড করানোর জন্য, সেটাও মানা হয়নি। আরও পড়ুন: গোপনাঙ্গ প্রদর্শন করেছিল সাজিদ, ১৭ বছর আগের ঘটনায় বয়ান রেকর্ড করতে থানায় শার্লিন