
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
শর্মিলা ঠাকুর সম্প্রতি মুখ খুললেন তাঁর মাতৃত্ব নিয়ে। জানালেন তাঁর ছেলে তথা প্রথম সন্তান সইফ আলি খান যখন বড় হচ্ছিলেন, তাঁর জন্মের পর প্রায় ৬ বছর তাঁকে একেবারেই সময় দিতে পারেননি অভিনেত্রী। তিনি তাঁর কাজ নিয়ে তখন বেজায় ব্যস্ত ছিলেন। শর্মিলা একই সঙ্গে জানান তখন তিনি প্রায় রোজই দুই শিফটে কাজ করছিলেন।
YFLO এর মাদার্স ডের অনুষ্ঠানে এই ৭৯ বছর বয়সী অভিনেত্রী তাঁর প্রথমবার মা হওয়ার গল্প ভাগ করে নেন সকলের সঙ্গে। জানান সেই সময় তিনি বেশ কিছু ভুল করে থাকতে পারেন।
আরও পড়ুন: প্রেমিকা কৌশানি তো ছিলেনই, এবার পদ্মের মায়া কাটিয়ে ঘাসফুলে যোগদান বনির
আরও পড়ুন: বরের জন্মদিনে বিশেষ আয়োজন ক্যাটের, ভিকিকে নিয়ে কোথায় গেলেন সেলিব্রেট করতে?
শর্মিলা ঠাকুর এদিন তাঁর কথা প্রসঙ্গে বলেন, 'যখন সইফ জন্মেছিল তখন আমি ভীষণ ব্যস্ত। সইফ যখন বড় হচ্ছে, ওর জন্মের প্রথম ছয় বছর আমরা প্রায় দুই শিফটে কাজ করতাম রোজ। মা হিসেবে ওকে একেবারেই সময় দিতে পারিনি তখন। আমি খালি ওর প্যারেন্ট টিচার মিটিংয়ে যেতাম, নাটক দেখতে যেতাম ওর, ব্যাস। কিন্তু পুরোদমে একজন মায়ের যা কাজ সেটা করিনি। আমার স্বামী ছিলেন কিন্তু আমি ছিলাম না।'
এদিন এই বর্ষীয়ান অভিনেত্রী আরও বলেন, 'আমি যখন মা হই, আমি চেয়েছিলাম ওকে নিজের হাতে খাওয়াতে, চান করাতে। কিন্তু পেন্ডুলামের আরেক দিকেরও তো গল্প থাকে। আমি পারিনি কিছুই করতে। সত্যি বলতে বেশ কিছু ভুল করেছি।'
তবে মাকে না পেলেও তাঁর ছেলে যে সঠিক ভাবে মানুষ হয়েছে বড় হয়েছে এই বিষয়ে কোনও সন্দেহ নেই অভিনেত্রীর। আর এর পুরো কৃতিত্ব তিনি তাঁর স্বামীকেই দেন। তবে ছেলের বেলায় যে ভুল তিনি করেছেন মেয়েদের বেলায় সেই ভুল রিপিট করেননি।
আরও পড়ুন: 'কষ্টকর, কিন্তু...' জামাইবাবুর অবসরের কথায় আবেগপ্রবণ সাহেব, সুনীলের সিদ্ধান্তকে সমর্থন করলেন?
প্রসঙ্গত শর্মিলা ঠাকুর জনপ্রিয় ক্রিকেটার মনসুর আলি খান পতৌদিকে বিয়ে করেন। তাঁদের তিন সন্তান। সইফ আলি খান, সাবা পতৌদি এবং সোহা আলি খান।
6.88% Weekly Cashback on 2025 IPL Sports