বলিউডের অন্যতম পাওয়ার কাপল তাঁরাই। একে অন্যের লেগপূল করতে যেমন ছাড়েন না, তেমনই বিয়ের এত বছর পরেও যে তাঁদের ভালোবাসার রং এতটুকু ফিকে হয়নি সেটাও নানা আদুরে পোস্ট করে বোঝাতে ছাড়েন না। বি টাউনের অন্যতম হ্যাপেনিং কাপল যে ভিকি এবং ক্যাট সেটা নির্দ্বিধায় বলা যায়। আর সেই কথাই যেন তাঁরা এদিন আরও একবার প্রমাণ করে দিলেন। গত ১৬ মে ছিল ভিকি কৌশলের জন্মদিন। আর এই বিশেষ দিনটি তাঁরা কীভাবে কাটালেন সেটাই এদিন প্রকাশ্যে আনলেন অভিনেত্রী।
ভিকি কৌশলের জন্মদিনে কী কী করলেন ক্যাটরিনা?
১৬ মে ৩৬ বছরে পা দিলেন ভিকি কৌশল। এদিন সবার শেষে বরকে 'সামাজিক' ভাবে মানে সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা জানালেন ক্যাটরিনা কাইফ। আর বলাই বাহুল্য সেই শুভেচ্ছা সবার থেকে বিশেষ ছিল। বরের জন্মদিন কীভাবে কাটালেন তাঁরা সেটাই এদিন ইনস্টাগ্রামে পোস্ট করে অনুরাগীদের সঙ্গে ভাগ করে নেন অভিনেত্রী। সেখানেই দেখা গেল তাঁরা দুটিতে মিলে রোম্যান্টিক ডেটে গিয়েছিলেন।
আরও পড়ুন: প্রেমিকা কৌশানি তো ছিলেনই, এবার পদ্মের মায়া কাটিয়ে ঘাসফুলে যোগদান বনির
ক্যাটরিনা এদিন সোশ্যাল মিডিয়ায় যে ছবিগুলো পোস্ট করেছিলেন সেখানে তাঁকে দেখা যায়নি। তিনি বরং এদিন ভালোবেসে বেটার হাফের কেবল ছবিই তুলেছেন। ছবিতে ভিকি কৌশলকে তাঁর ছাবার লুকেই দেখা যাচ্ছে। অর্থাৎ লম্বা চুল, লম্বা দাড়ি। সঙ্গে পরনে সাদা টিশার্ট এবং জিন্স। তাঁদের একটি রেস্তোরাঁয় গিয়ে কেক কেটে ভিকির জন্মদিন পালন করতে দেখা যায়। কেকের সামনে হাসিমুখে পোজ দিতে ভোলেননি এদিন অভিনেতা।
এই ছবিগুলো পোস্ট করে এদিন ক্যাটরিনা একাধিক সাদা হৃদয়ের ইমোজি এবং কেকের ইমোজি পোস্ট করেন।
আরও পড়ুন: 'কষ্টকর, কিন্তু...' জামাইবাবুর অবসরের কথায় আবেগপ্রবণ সাহেব, সুনীলের সিদ্ধান্তকে সমর্থন করলেন?
ভিকি এবং ক্যাটরিনা প্রসঙ্গে
গত ২০২১ সালে সাতপাকে বাঁধা পড়েন ক্যাটরিনা কাইফ এবং ভিকি কৌশল। রাজস্থানে বসেছিল তাঁদের বিবাহ বাসর। বিয়ের আগে কয়েক বছর চুটিয়ে প্রেম করেছেন তাঁরা। তবে বিয়ের পর মাঝে মধ্যেই তাঁদের কাপল গোল হিসেবে নানা ছবি ভিডিয়ো শেয়ার করতে দেখা যায় সোশ্যাল মিডিয়ায়।
ভিকির আগামী কাজ
ভিকি কৌশলকে আগামীতে ছাবা ছবিতে দেখা যাবে। সেখানে তিনি ছত্রপতি শিবাজীর ছেলে সম্ভাজি মহারাজের চরিত্রে অভিনয় করবেন। এছাড়া আলিয়া ভাট এবং রণবীর কাপুরের সঙ্গে সঞ্জয় লীলা বানসালির লাভ অ্যান্ড ওয়ার ছবিতেও থাকবেন।