২০২১ সালে মাদক বিতর্কে নাম জড়িয়েছিল শাহরুখ পুত্র আরিয়ান খানের। মাসখানেক জেলবন্দিও ছিলেন আরিয়ান, পরে অবশ্য এনসিবি ক্লিনচিট দেয় তাঁকে। সে-সব এখন অতীত। আরিয়ানের ডেবিউ ওয়েব সিরিজ মুক্তির অপেক্ষায়, শাহরুখের ছেলে নায়ক নন পরিচালক হিসাবে কেরিয়ার শুরু করছেন। এমনিতে মিডিয়ার লাইমলাইট মোটেই পছন্দ নয় গৌরী-শাহরুখের বড় ছেলের। কিন্তু জনতা জনার্দনের উচ্ছ্বস কম নেই আরিয়ানকে ঘিরে। তারই প্রমাণ মিলল সম্প্রতি।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একটি ভিডিয়ো, সেখানে আরিয়ানের গাড়ি ঘিরে হাঙ্গামা করতে দেখা গেল একদল মহিলাকে। সেই ভিডিয়ো ভাইরাল সোশ্যালে। ভিডিয়োতে দেখা যাচ্ছে সাদা রঙা এসইউভি-র ভিতর বসে রয়েছেন আরিয়ান। ড্রাইভারের পাশের সিটে বসা আরিয়ানকে স্পষ্ট দেখা যাচ্ছে ওই ভিডিয়োতে। তিন-চার জন মহিলা তার গাড়ি ঘিরে ধরে তাঁকে কিছু বলে চলেছেন। পোশাক-আশাকই বলে দিচ্ছে তাঁরা সম্ভ্রান্ত পরিবারের নন, তা সত্ত্বেও তাঁদের উপেক্ষা করেননি শাহরুখ পুত্র। বরং মন দিয়ে তাঁদের কথা শুনছিলেন। আরিয়ানের কাছ থেকে টাকা চাইছিল ওই মহিলারা। নিরাশ করেননি তারকা পুত্র। সহযোগীকে নির্দেশ দেন টাকা দেওয়ার। সেই ভিডিয়ো দেখে আরিয়ানের প্রশংসা করেছেন নেটিজেনরা। অধিকাংশই লেখেন, ‘ছেলেকে উচিত শিক্ষা দিয়েছেন শাহরুখ’। তবে অনেকেই গোটাটাকেই পাবলিসিটি স্টান্ট বলে কটাক্ষ করতেও ছাড়েননি।
আমাজন প্রাইমের জন্য প্রথম প্রোজেক্ট পরিচালনা করছেন আরিয়ান। বলিউডের প্রেক্ষাপটে তৈরি আরিয়ানের প্রথম ওয়েব সিরিজ ‘স্টারডম’। শুধু পরিচালনা নয়, এই সিরিজের চিত্রনাট্য ও কাহিনিও লিখেছেন আরিয়ান। দীর্ঘদিন ধরে এই প্রোজেক্ট নিয়ে রিসার্চ করছিলেন শাহরুখ-গৌরীর ছেলে। আরিয়ান খানের ‘স্টারডম’-এ লিড রোলে থাকছেন টেলিভিশনের পরিচিত মুখ লক্ষ্য লালভানি। এই ওটিটি সিরিজে হিন্দি সিনেমার ইতিহাস উঠে আসবে, থাকবে একাধিক ক্যামিও চরিত্র। ইতিমধ্যেই আরিয়ানের সিরিজের জন্য শ্যুটিং সেরেছেন করণ জোহর, রণবীর কাপুররা।
গত বছর ডিসেম্বরেই এই প্রোজেক্টের ঘোষণা সেরেছিলেন আরিয়ান। ছেলের প্রথম ওয়েব সিরিজ প্রযোজনার দায়িত্বে রয়েছে শাহরুখ-গৌরীর রেড চিলিস এন্টারটেনমেন্ট। মাদক-বিতর্ক এখন আরিয়ানের জীবনে অতীত! আপতত পুরোপুরিভাবে নিজের কেরিয়ারে মন দিয়েছেন এই তারকা-পুত্র। বোন সুহানাও তৈরি বলিউড ডেবিউয়ের জন্য। জোয়া আখতারের ‘দ্য আর্চিস’-এর সঙ্গে কেরিয়ার শুরু করছেন সুহানা। মোটামুটি একই সময়ে বলিউডে পা রাখছেন শাহরুখ-গৌরীর দুই সন্তান, ছেলে লেখক-পরিচালক হিসাবে আর মেয়ে অভিনেত্রী হিসাবে।