শাহরুখ খানের বাবা মা মারা গিয়েছেন বহু বছর আগেই। কিন্তু আজও তাঁদের জন্যই ছবি বানান শাহরুখ খান! জানালেন, তিনি বিশ্বাস করেন ওঁরা স্বর্গ থেকে তাঁর ছবি দেখেন। প্রসঙ্গত শাহরুখের অধিকাংশ সফল ছবিই সে রোম্যান্টিক ঘরানার হোক বা অ্যাকশন সবই লার্জার দ্যান লাইফ। আর তিনি ইচ্ছে করেই এমন ছবি বানান বলে জানালেন কিং খান।
কী বললেন শাহরুখ খান?
লোকার্নো ফিল্ম ফেস্টিভ্যালে অতিথি হিসেবে হাজির ছিলেন শাহরুখ খান। সেখানেই লোকার্ন মিটস পডকাস্ট শোতে তিনি দেবদাস ছবিটি নিয়ে কথা যা ২০০২ সালের অন্যতম বড় হিট ছিল। জানান কীভাবে তিনি সেই ছবিতে সুযোগ পান, কীভাবে সেটা তাঁর কেরিয়ারের মোড় ঘুরিয়ে দিয়েছে সেসব প্রসঙ্গে।
শাহরুখ খান এদিন আরও জানান, ' একটা সময় এসেছিল যখন আমরা আর তেমন ছবি বানাচ্ছিলাম না। আমি এগিয়ে গিয়েছিলাম জীবিবেন কিন্তু আবার তেমন ধরনের ছবি বানাতে ভীষণ আগ্রহী ছিলাম আমি। আমি যখন বিনোদন জগতে আসি ততদিনে আমার বাবা মা মারা গিয়েছেন। আমি জানি না কেন, কোনও কারণবশত আমার মনে হয়েছিল যে আমায় লার্জার দ্যান লাইফ ছবি বানাতে হবে যাতে স্বর্গ থেকে আমার বাবা মা সেগুলো দেখতে পান।'
তিনি এদিন আরও বলেন, 'হয়তো এটা বোকা বোকা ভাবনা, কিন্তু আমি আজও বিশ্বাস করি যে আমার তারা হয়ে আছে আকাশে। আর সেটা সব দেখেন। আর আমি হয়তো জানি কোন তারাটা আমার মা। তাই আমার মনে হয়েছিল বলেই আমি দেবদাস বানিয়েছিলাম। মনে হয়েছিল ওর ভালো লাগবে। উনি প্রশংসা করবেন।'
আরও পড়ুন: মোহনবাগান নাকি ইস্ট বেঙ্গল - কোন দলের সমর্থক বিগ বি? কৌন বনেগা ক্রোড়পতিতে দিলেন উত্তর
প্রসঙ্গত ২০০২ সালে মুক্তি পেয়েছিল দেবদাস। সঞ্জয় লীলা বানসালি পরিচালনা করেছিলেন ছবিটি। মুখ্য ভূমিকায় শাহরুখের সঙ্গে ছিলেন মাধুরী দীক্ষিত, ঐশ্বর্য রাই বচ্চন এবং জ্যাকি শ্রফ। বক্স অফিস সাফল্য তো বটেই সমালোচকদের থেকেও দারুণ প্রশংসিত হয়েছিল ছবিটি।