টেলিভিশনের পর্দায় সন্দীপ্তা সেনের ফেরার খবরে বেজায় খুশি ছিলেন তাঁর অনুরাগীরা। কিন্তু নাহ, অভিনেত্রীর বলছেন উল্টো কথা। কৌশিক রায়ের সঙ্গে জুটি বেঁধে টেলিভিশনে ফেরার খবরে সন্দীপ্তা বলছেন, খবরটাই নাকি ভুয়ো। সন্দীপ্তা জানান, তাঁর কাছে এধরনের কোনও প্রস্তাবই আসেনি। আর এই ধারাবাহিকে তিনি কাজও করছেন না।
ভুয়ো খবরে চটলেন সন্দীপ্তা
অভিনেতা-অভিনেত্রীদের নিয়ে ভুয়ো খবর ছড়ানোর ঘটনা কোনও নতুন ঘটনা নয়। এবার ভুয়ো খবর ছড়ালো অভিনেত্রী সন্দীপ্তা সেনকে নিয়ে। সম্প্রতি, শোনা যাচ্ছিল নতুন ধারাবাহিকে অভিনেতা কৌশিক রায়ের সঙ্গে জুটি বেঁধে হাজির হতে চলেছেন সন্দীপ্তা। আর এই ধারবাহিকটি যীশু সেনগুপ্ত-নীলঞ্জনা সেনগুপ্তের প্রযোজনা সংস্থার হাত ধরে আসতে চলেছে।
টেলিভিশনের পর্দায় সন্দীপ্তা সেনের ফেরার খবরে বেজায় খুশি ছিলেন তাঁর অনুরাগীরা। কিন্তু নাহ, অভিনেত্রীর বলছেন উল্টো কথা। কৌশিক রায়ের সঙ্গে জুটি বেঁধে টেলিভিশনে ফেরার খবরে সন্দীপ্তা বলছেন, খবরটাই নাকি ভুয়ো। টিভি নাইন বাংলাকে সন্দীপ্তা জানান, তাঁর কাছে এধরনের কোনও প্রস্তাবই আসেনি। আর এই ধারাবাহিকে তিনি কাজও করছেন না। এখবর কেন রটেছে তাঁরা জানা নেই।
সন্দীপ্তা আরও জানান, মেগা ধারাবাহিক দিয়ে কেরিয়ার শুরু হলেও, আপাতত তিনি এখন মেগা করতে চাইছেন না। বর্তমানে OTT-তে পর পর ওয়েব সিরিজ করছেন তিনি। আপাতত OTT-তেই মন দিতে চান। সম্প্রতি চর্চায় উঠে এসেছে সন্দীপ্তা সেন অভিনীত ওয়েব সিরিজ নষ্টনীড়, শিকারপুর-এর মতো ওয়েব সিরিজ।