৭ই ডিসেম্বর বিয়ের পিঁড়িতে বসছেন সন্দীপ্তা সেন। প্রেমিক সৌম্য মুখোপাধ্যায়ের গলায় মালা দেবেন বাংলা টেলিভিশনের দুর্গা। একটা সময় রাহুল বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সন্দীপ্তার প্রেমের গুঞ্জন ডানা মেলেছিল। তবে প্রকাশ্যে সেই প্রেমের কথা স্বীকার করেননি নায়িকা। বলেছিলেন প্রেমে পড়লে ঢাক পিটিয়ে সকলকে জানাবেন। কথা রেখেছেন তিনি। সৌম্যর সঙ্গে প্রেম গোপন করেননি। আরও পড়ুন-'বউকে কন্ট্রোলে রেখো', সন্দীপ্তার হবু বরকে কেন এমন উপদেশ সৌরভের?
রবিবার আলোর উৎসবের মাঝেই সৌম্যর সঙ্গে একগুচ্ছ ছবি শেয়ার করে মনের কথা লিখলেন সন্দীপ্তা। ১২ই নভেম্বর সৌম্যর জন্মদিন। বিশেষ দিনে প্রেমিককে আদুরে শুভেচ্ছা জানিয়েছেন নায়িকা। ইনস্টাগ্রামে তিনটি ছবি পোস্ট করেছেন সন্দীপ্তা, প্রতিটিতেই প্রেমিকের বাহুলগ্না তিনি। সন্দীপ্তা লেখেন, ‘শুভ জন্মদিন সৌম্য, খুব খুব ভালো থাক। ভালো হোক সব কিছু, বাকি কথা সামনে বলব’।
হবু বউয়ের কাছ থেকে এমন আদুরে শুভেচ্ছা পেয়ে খুশিতে ডগমগ সৌম্য। পালটা লেখেন, ‘অসংখ্য ধন্যবাদ সন্দীপ্তা, তুমি তো সবেতেই সেরা’। হবু বরের জন্মদিনটা কেমনভাবে সেলিব্রেট করছেন বাংলা টেলিভিশনের দুর্গা? শনিবার মধ্যরাত থেকেই চলছে উদযাপন পর্ব। শনিবার একসাথেই ডিনার সেরেছেন তাঁরা। তারপর গল্প-আড্ডা-কেক কাটা সবই চলেছে। রবিবার সৌম্যর জন্মদিন তার উপর কালীপুজো আর দিওয়ালি। সঙ্গে সলমনের টাইগার ৩ মুক্তি।
এদিন একসঙ্গে টাইগার ৩ দেখেছেন দুজনে। এরপ সন্ধ্যায় আরেক দফা সেলিব্রেশন। এক বন্ধুর বাড়ি কালীপুজো হয়, সেখানেই হাজির হবেন জুটিতে।
সন্দীপ্তার প্রেমিক সৌম্য মুখোপাধ্যায় হইচই-এর সিইও হিসাবে কর্মরত। সম্প্রতি দাদাগিরি মঞ্চে হাজির হয়ে সন্দীপ্তা জানান সৌম্য সৌরভের অন্ধভক্ত। সৌরভ খেলা ছেড়ে দেওয়ার পর থেকে নাকি ক্রিকেট খেলা দেখাই ছেড়ে দিয়েছে সৌম্য। তাই হবু বরের জন্য সৌরভকে স্পেশ্যাল মেসেজ লিখে দেওয়ার আবদার জানান অভিনেত্রী। এক কথায় রাজি মহারাজ। কিন্তু সন্দীপ্তাকে অনুরোধ করেন, লেখার শেষ লাইনটা যেন তিনি এখন না পড়েন। সৌরভের কথা শোনা মাত্রই গোটা লেখায় চোখ বুলিয়ে নেন সন্দীপ্তা। আর শেষের লাইনটা জোরে জোরে পড়েন- ‘বউকে কন্ট্রোলে রাখবে’। এরপর সন্দীপ্তা জানান, ‘কেউ কাউকে কন্ট্রোলে রাখবে না। না বর বউকে কন্ট্রোলে রাখবে না বউ বরকে।’ দাদাকে নিজের বিয়েতে উপস্থিত থাকার আমন্ত্রণ জানান সন্দীপ্তা।
বিয়েতে বেনারসিতে সাজবেন নায়িকা। আইবুড়ো ভাত খাওয়ার পর্ব ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। ২ ডিসেম্বরে হবে আংটি বদল। জানা যাচ্ছে, টলিপাড়ার এই জুটির বিয়ে দেবেন মহিলা পুরোহিত নন্দিনী ভৌমিক। বিয়ের দিন গোলাপি বেনারসি পরার ইচ্ছে রয়েছে সন্দীপ্তার। আর প্যাস্টেল পিঙ্ক শেরওয়ানি আর ধুতি পরবেন নতুন বর সৌম্য। আপতত চার হাত এক হওয়ার অপেক্ষা।