ডিসেম্বরেই বিয়ের পিঁড়িতে বসছেন সন্দীপ্তা সেন। বিয়ের শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত বাংলা টেলিভিশনের দুর্গা। তার আগে ‘দাদাগিরি’র মঞ্চে হাজির হয়েছিলেন অভিনেত্রী। শুক্রবার সন্দীপ্তা-সহ টলিপাড়ার একঝাঁক নায়িকার সঙ্গে জমল সৌরভের দাদাগিরি। হাজির ছিলেন স্বস্তিকা দত্ত, ঊষসী রায়, ইধিকা পাল, সদ্য বিবাহিত সুদীপ্তা বক্সী।
সন্দীপ্তাকে শুরুতেই নতুন জীবনের শুভেচ্ছা জানান সৌরভ। খেলা শুরু হতে না হতেই মঞ্চে বিয়ে নিয়ে আলোচনা! অভিনেত্রীর সন্দীপ্তা পেশায় একজন সাইকোলজিস্টও। নায়িকার এই গুণে মুগ্ধ সৌরভ। তবে জানান, খেলার বাইরে অন্য কিছুই জানা নেই তাঁর। কিন্তু নাছোড়বান্দা সন্দীপ্তা। নাচের প্রসঙ্গ উঠতেই সৌরভের সাফ কথা, 'আমি শুধু খেলতেই জানি,নাচটা ম্যাডামের ডিপার্টমেন্ট'। ডোনার নাচের প্রসংশা করে সন্দীপ্তা সৌরভের একটি নাচের ভিডিয়ো ফাঁস করে দেন মঞ্চে। সেখানে জন্মদিনের ঘরোয়া পার্টিতে মন খুলে নাচতে দেখা গিয়েছে সৌরভকে। লন্ডনের বাড়িতে নিজের খেয়ালে নাচছেন সৌরভ।
ভিডিয়ো দেখে সৌরভ মেয়ের উপর সব দায় চাপিয়ে বলেন, ‘সানার জন্য এমন অনেক কিছু করতে হয়’। খেলার ফাঁকেই সন্দীপ্তার হবু বরের সম্পর্কে জানতে চান সৌরভ। দাদাকে সন্দীপ্তা জানান, ‘ও একটা ওটিটি প্ল্যাটফর্মের সিইও হিসাবে কাজ করে’। সন্দীপ্তার প্রেমিক সৌম্য মুখোপাধ্যায় হইচই-এর সিইও হিসাবে কর্মরত।
হবু বর সৌরভের অন্ধভক্ত সে-কথা জানান সন্দীপ্তা। পাশাপাশি জানান, সৌরভ খেলা ছেড়ে দেওয়ার পর থেকে নাকি ক্রিকেট খেলা দেখাই ছেড়ে দিয়েছে সৌম্য। ক্রিকেটের খোঁজ খবর রাখলেও টিভির সামনে বসে ম্যাচ আর দেখে না। তাই হবু বরের জন্য সৌরভকে স্পেশ্যাল মেসেজ লিখে দেওয়ার আবদার জানান। এক কথায় রাজি মহারাজ। কিন্তু সন্দীপ্তাকে অনুরোধ করেন, লেখার শেষ লাইনটা যেন তিনি এখন না পড়েন। সৌরভের কথা শোনা মাত্রই গোটা লেখায় চোখ বুলিয়ে নেন সন্দীপ্তা। আর শেষের লাইনটা জোরে জোরে পড়েন- ‘বউকে কন্ট্রোলে রাখবে’।
এরপর সন্দীপ্তা জানান, ‘কেউ কাউকে কন্ট্রোলে রাখবে না’। শুরুতে সন্দীপ্তা ও সৌম্যকে দাম্পত্য় জীবনের শুভেচ্ছা জানিয়েছেন সৌরভ। সেই শুভেচ্ছা পেয়ে সলজ্জ ভঙ্গিতেই দাদাকে নিজের বিয়েতে উপস্থিত থাকার আমন্ত্রণ জানান সন্দীপ্তা।
৭ই ডিসেম্বর গাঁটছড়া বাঁধছেন সৌম্য-সুন্দীপ্তা। বিয়েতে বেনারসিতে সাজবেন নায়িকা। আইবুড়ো ভাত খাওয়ার পর্ব ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। ২ ডিসেম্বরে হবে আংটি বদল। জানা যাচ্ছে, টলিপাড়ার এই জুটির বিয়ে দেবেন মহিলা পুরোহিত নন্দিনী ভৌমিক। বিয়ের দিন গোলাপি বেনারসি পরার ইচ্ছে রয়েছে সন্দীপ্তার। আর প্যাস্টেল পিঙ্ক শেরওয়ানি আর ধুতি পরবেন নতুন বর সৌম্য।