মহালয়া আসতে আর দিন দশেক বাকি। আকাশটা বৃষ্টি দিয়ে সব ভন্ডুল করতে চাইলেও বাঙালি কিন্তু সব উপেক্ষা করেই দেবীকে আবাহন করতে প্রস্তুত হচ্ছে। চারদিকে চলছে সাজসাজ রব। আর বাঙালির শ্রেষ্ঠ উৎসবের সূচনা হয় মহালয়ার হাত ধরেই। এদিন যেমন গঙ্গার ঘাটে ঘাটে তর্পণ চলে তেমনই রেডিওতে বেজে ওঠে 'আশ্বিনের শারদপ্রাতে...' বাদ যায় না ছোট পর্দাও। বিভিন্ন চ্যানেলে সম্প্রচারিত হবে মহালয়া বিশেষ পর্ব।
জলসার পর্দায় মহালয়া
স্টার জলসার পর্দায় এদিন ভোর পাঁচটা থেকে সম্প্রচারিত হবে ‘যা দেবী সর্বভূতেষু’। এখানে দেবী দুর্গার রূপে আবারও ত্রিশূল তুলে নেবেন অভিনেত্রী কোয়েল মল্লিক। পুজোর আগে আগে বড় পর্দায় তাঁকে ‘মিতিন মাসী’ রূপে দেখার আগে ছোট পর্দায় তাঁকে দেবী দুর্গার রূপে দেখা যাবে।
এখানে গল্প কথক হিসেবে নাচের তালে তালে ধরা দেবেন তৃণা সাহা এবং সন্দীপ্তা সেন। দুজনকেই এর আগে এই চ্যানেলে একাধিক ধারাবাহিকে একাধিক চরিত্রে দেখা গিয়েছে। এবার তাঁরা নতুন অবতারে ধরা দেবেন।
মা কালীর চরিত্রে দেখা যাবে ‘সাধক রামপ্রসাদ’ ধারাবাহিকের মা কালী ওরফে পায়েল দে কে। অন্নপূর্ণা হিসেবে থাকছেন ‘তুঁতে’ ওরফে দীপান্বিতা রক্ষিত। ‘হরগৌরী পাইস হোটেল’ -এর ঐশানী ওরফে শুভস্মিতা মুখোপাধ্যায়কে দেখা যাবে দেবী মহামায়ার রূপে। দেবী ব্রহ্মচারিণী হিসেবে থাকবেন ‘পঞ্চমী’ ওরফে সুস্মিতা দে। ‘গুড্ডি’ ধারাবাহিকের অনুজ ওরফে রণজয় বিষ্ণুকে মহাদেবের চরিত্রে অবতীর্ণ হতে দেখা যাবে।
আরও পড়ুন: বাংলাদেশের চারণ কবি রাধাপদ রায়ের উপর হামলা, প্রতিবাদে সোচ্চার শাহানা-জ্যোতিরা, গ্রেফতার ১
আরও পড়ুন: 'আমি ফ্রি বার্ড, যা মনে হয় তাই করি...' রাজনীতি ভার্সেস অভিনয় কোনটা জরুরি মিমির কাছে?
মহালয়ার গানে গানে নাচ করতে দেখা যাবে সন্দীপ্তা এবং তৃণাকে। সব শেষে ‘রণং দেহী’ রূপ ধারণ করে অসুর সংহার করবেন কোয়েল।