বছর দুয়েকের সম্পর্ক পরিণতি পাবে ডিসেম্বর মাসে। ২ ডিসেম্বরে হবে আংটি বদল। আর বিয়েটা ৭ ডিসেম্বর। আপাতত জোর কদমে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। এমনিতে দুজনেই বড় ব্যস্ত। কাজের ফাঁকে সময় বের করেই চলছে কেনাকাটা। অভিনেত্রী জানিয়েছেন, লিস্ট বানিয়ে শপিং করছেন তিনি আর সৌম্য বর্তমানে। তাও যেন কাজ আর শেষ হচ্ছে না।
সন্দীপ্তাকে বিয়ের সাজ নিয়ে প্রশ্ন করা হলে তিনি জবাব দেন, ‘মেগা সিরিয়ালে অনেকবার বিভিন্নভাবে বউ সেজে ফেলেছি। তাই ইচ্ছে আছে হালকা সাজাগোজের।’ মেহেন্দি পরার ইচ্ছে একেবারেই নেই। তবে আলতা পরতে পারেন।
এনগেজমেন্টের দিন সন্দীপ্তা ভেবে রেখেছেন লেহঙ্গা পরবেন। সৌম্য পরবেন তাঁর সঙ্গে মানানসই ইন্দো-ওয়ের্স্টান পোশাক। তবে বিয়ের পোশাক সৌম্য ফাইনাল করে ফেললেও, ভাবনাচিন্তা চালিয়েই যাচ্ছেন সন্দীপ্তা। শাড়ি না লেহেঙ্গা, কিছুই এখনও ঠিক করে উঠতে পারেননি।
টলিপাড়ার এই জুটির বিয়ে দেবেন মহিলা পুরোহিত নন্দিনী ভৌমিক। হবে না কোনও কন্যাদান। বিয়ের দিনই রিসেপশন পার্টি থ্রো করছে বর-কনে।
আরও পড়ুন: ‘পালিয়ে বিয়ে’ রানি-আদিত্যর, ১ বছর থাকেন হোটেলে! ‘মাকে মিথ্যে বলে…’, ফাঁস করণের
তা এনগেজমেন্ট-বিয়ে-রিসেপশন তো হল, হানিমুনে কোথায় যাচ্ছেন সন্দীপ্তা আর সৌম্য? অভিনেত্রী এক সংবাদমাধ্যমকে জানিয়েছেন, বিয়ের পরই বোধন ২-এর রিলিজে ব্যস্ত হয়ে পড়বেন। তাই সঙ্গে সঙ্গে কোথাও যাওয়া হচ্ছে না। ১২ তারিখ থেকেই কাজে ফিরছেন তাঁরা।
অভিনেত্রীর কথায়, ‘আমরা দুজনেই ঘুরতে খুব ভালোবাসি। এখনই যাওয়া না হলেও, কয়েকমাসের মধ্যেই যাব। যদিও পাহাড় না সমুদ্র তা এখনও ঠিক হয়নি।’
আরও পড়ুন: হাসপাতাল থেকে ফিরলেন পরমের পিয়া! সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন একটুকরো দাম্পত্য