বলিউডের অন্যতম প্রভাবশালী ও বিত্তশালী পরিবার হলেন বচ্চনরা। এমনিতেই আজকাল টলিউডের আনাচে-কানাচে কান পাতলে শোনা যায় যে, বর্ষীয়ান অভিনেতা নাকি ইতিমধ্যেই দুই সন্তান শ্বেতা ও অভিষেকের মধ্যে সম্পত্তি বন্টনের কাজ শুরু করেছেন। এমনকী, মেয়েকে উপহার দেওয়া একটি সম্পত্তির দলিলে অমিতাভের স্বাক্ষর করার খবরও এসেছিল সামনে। বাংলোটির দাম নাকি ছিল ৫০ কোটি। আর এসবের মধ্যে অমিতাভের সম্পত্তির নতুন দাবিদারের দেখা মিলল।
বিগ বি-র রিয়েলিটি কুইজ শো ‘কৌন বনেগা ক্রোড়পতি ১৬’তে হাজির হতে চলেছেন তন্ময় ভাট ও ভুবন বাম। আসন্ন পর্বের প্রোমোতে দেখা যাচ্ছে যে, নিজেদের রসবোধ দিয়ে তাঁরা মুখে হাসি ফুটিয়ে তুলেছেন অমিতাভের।
আরও পড়ুন: মহাকুম্ভে পদপিষ্ঠের হাড়হিম ঘটনা! তসলিমা লিখলেন, ‘এভাবে মৃত্যু কারও কারও কাছে স্বস্তি, আনন্দও’
অমিতাভকে সম্পত্তিতে ‘দাবি’
প্রোমোতে দেখা যাচ্ছে, অমিতাভকে শাহেনশাহ থেকে তাঁর বিখ্যাত সংলাপ বলার অনুরোধ করছেন সময় রায়না। ‘রিস্তে মে তো হাম তুমহারে বাপ লাগতে হ্যায়, নাম হ্যায় শাহেনশাহ’। আর তা শেষ হতে না হতেই, সময় রায়না ঠাট্টা করে ফের বলে ওঠেন, ‘আপনি তো আমাদের ছেলে বলেই দিলেন। এবার সম্পত্তিতে তো ভাগ দিতেই হবে।’ আর এমন কথা শুনে হাসি থামছিল না অমিতাভেরও।
আরও পড়ুন: হারিয়ে গিয়েছে বউ শ্বেতা, খুঁজে পেয়ে গাছের ডাল দিয়ে মার! আজব নিয়ম রুবেলের বাড়িতে, খুব মজা পেল নেটপাড়া
সঞ্চালক এবং সুপারস্টার কমেডিয়ান সময়ের প্রশংসা করে বলেন, ‘আমি ২৫ বছর ধরে এই শোটি হোস্ট করছি। তবে আজকের মতো এত হাসিনি এর আগে।’ অমিতাভের বিখ্যাত জুহুর বাড়ি জলসায় ঢোকার চেষ্টা নিয়ে একটি মজার কাহিনিও শেয়ার করেছেন সময় তিনি মজার ছলে দাবি করেন, রক্ষীরা শুধু তাঁকেই মারধর করেনি, তাঁর ঠাকুমাকেও মারধর করেছে। এমনকী হট সিটে বসেই অমিতাভের জন্য তাঁর প্রথম কথা ছিল, ‘আমি ভাবতেই পারছি না, আপনাকেও কখনো আমাদের সঙ্গে বসতে হবে।’
আরও পড়ুন: বিগ বসের ঘরে মাখামাখি! পারস অতীত, ক্রিকেটার মহম্মদ সিরাজের সঙ্গেই নাকি প্রেম চলছে মাহিরার
কে এই সময় রায়না?
সময় একজন কৌতুক অভিনেতা এবং ইউটিউবার, যিনি আকাশ গুপ্তের সঙ্গে ২০১৯ সালে কমিকস্তান সিজন ২ জয়ের পরে জনপ্রিয়তা অর্জন করেছিলেন। পরে তিনি বিশ্বনাথন আনন্দ, হিকারু নাকামুরা এবং বিদিত গুজরাথির মতো গ্র্যান্ডমাস্টারদের সঙ্গে অনলাইনের দাবা দিয়ে বেশি জনপ্রিয়তা পান। তাঁর হাস্যরসাত্মক এবং আকর্ষনীয় দাবা খেলার কনটেন্ট ভারতীয় দর্শকদের মধ্যে খেলাটিকে জনপ্রিয় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। আপাতত তিনি তাঁর শো, ইন্ডিয়াজ গট ল্যাটেন্ট দিয়ে দর্শকদের বিনোদন দিচ্ছেন, যা তিনি গত বছর ইউটিউবে চালু করেছিলেন।