অনেকেই জানতেন যে সলমন খান বরুণ ধাওয়ানের ‘বেবি জন’- এ একটি ক্যামিও করতে চলেছেন। ছবির প্রযোজক অ্যাটলি নিজেও সম্প্রতি এক সাক্ষাৎকারে সলমনের ক্যামিও নিয়ে কথা বলেছিলেন। আজ ছবিটি মুক্তি পেয়েছে, আর ছবি মুক্তির পরই সলমন খানের ক্যামিও সোশ্যাল মিডিয়ায় হয়েছে ভাইরাল। আর তাঁর এই ভিডিয়ো লিক হয়ে যাওয়াতেই এবার ক্ষেপে আগুন ফ্যানেরা।
ছবিতে সলমনকে ‘এজেন্ট ভাইজান’-এর চরিত্রে ক্যামিও করতে দেখা গিয়েছে। ভাইজানে এমন একটি চরিত্র, এমন এক বীরত্বপূর্ণ অবতারে তাঁকে দেখা ভক্তদের জন্য বড়দিনের বড় ট্রিট তা তো বলাই বাহুল্য। বিগ স্ক্রিনে সলমনকে এই অবতারে দেখার মজাই আলাদা, তা তাঁর ভক্তরা খুব ভালো করেই জানেন। কিন্তু সেই ভিডিয়োয় ফাঁস হয়ে গেল ইন্টারনেটে আর তাই রেগে লালা সলমন-ভক্তরা। তাঁরা এই সারপ্রাইজ প্রেক্ষাগৃহে বসে উপভোগ করতে চেয়েছিলেন, তাই তাঁরা এই ভিডিয়ো যাঁরা শেয়ার করেছেন তাঁদের এটি ডিলিট করে দেওয়ার জন্য অনুরোধ করেছেন।
একজন লিখেছেন, ‘এটি ডিলিট করুন প্লিজ, পাইরেসিকে উৎসাহ দেবেন না।’ আর একজন লেখেন, ‘ডিলিট করে দিন ভাই, এইভাবে আমাদের ছবি দেখার অভিজ্ঞতাটা নষ্ট করবে না।’
প্রসঙ্গত, এর আগে, পিঙ্কভিলাকে দেওয়া এক সাক্ষাৎকারে অ্যাটলি সলমন খানের সঙ্গে তাঁর কাজ করার অভিজ্ঞতার কথা ভাগ করে নিয়েছিলেন। তিনি বলেছেন, ‘সলমন খানের মতো একজন বড় সুপারস্টার আসছেন বলে আমাকে খুব দায়িত্বশীল হতে হয়েছিল। আমি চেয়েছিলাম সবকিছু নিখুঁত হোক। আমরা ওঁকে গিয়ে দৃশ্যটি ব্যাখ্যা করে আমাদের পরিকল্পনা জানাতেই, সলমন স্যার বললেন, 'আপনাকে বলতে হবে কেন? আমি এসে এটা করব, কোনও সমস্যা নেই।' এমন সুপারস্টার আমি কখনও দেখিনি।'
আরও পড়ুন: ফের কার প্রেমে পড়লেন প্রিয়াঙ্কা সরকার! সমকামী সম্পর্কে জড়ালেন অভিনেত্রী?
সেই সময় বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছিল যে, সলমন নাকি এই সিনেমায় বিনামূল্যে এই ক্যামিও করেছিলেন। তবে, অ্যাটলি এসব প্রতিবেদনে কোনও প্রতিক্রিয়া জানাননি। কিন্তু অ্যাটলি সলমনের সঙ্গে শ্যুটিংয়ের যে অভিজ্ঞতা হয়েছিল তা ভাগ করে নিয়েছিলেন। তিনি বলেন, ‘আমি সেটে ২০ মিনিট দেরি করেছিলাম কারণ আমরা ১ টায় সলমন খানকে কলটাইম দিয়েছিলাম। কিন্তু তিনি সেখানে সাড়ে বারোটা থেকে এসেছিলেন বসেছিলেন। আমি সময়মতো এসেও দেখি তিনি আমার ২০ মিনিট আগে থেকে এসে বসে আছেন। ওঁর সেই বসে থাকার ধরণ আমার এখনও মনে আছে, একেবারে সিংহের মতো।’