গত ২২ এপ্রিল কাশ্মীরের পহেলগাঁও-এর বৈসরন উপত্যকায় ঘটে যাওয়া জঙ্গি হামলার বিরুদ্ধে সরব হয়েছে ভারত সহ গোটা বিশ্বের মানুষ। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এই ঘটনার নিন্দা জানিয়েছেন বহু শিল্পী। এবার এই ঘটনার নিন্দায় UK সফর বাতিল করার সিদ্ধান্ত নিলেন সলমন খান।
সোমবার ইনস্টাগ্রামে আগামী মে মাসে নির্ধারিত হওয়া ‘দ্যা বলিউড বিগ ওয়ান শো’ সম্পর্কে একটি আপডেট শেয়ার করেন তিনি। অনুষ্ঠানের একটি পোস্টার শেয়ার করেন ভাইজান, যেখানে বড় বড় করে লেখা রয়েছে ‘স্থগিত’। ছবিটি পোস্ট করে তিনি লেখেন, ‘কাশ্মীরে ঘটে যাওয়া মর্মান্তিক ঘটনার নিন্দা জানিয়ে দুঃখের সঙ্গে আমরা জানাচ্ছি, আগামী ৪ ও ৫ মে ম্যানচেস্টার এবং লন্ডনে নির্ধারিত ‘দ্যা বলিউড বিগ ওয়ান শো’ স্থগিত রাখার কঠিন সিদ্ধান্ত নিয়েছি।’
আরও পড়ুন: বউমার জন্য এমনটা করবে ছেলে! ছেলের কোন পদক্ষেপ মেনে নেননি মাধুরীর শ্বশুর-শাশুড়ি
আরও পড়ুন: 'সমালোচনা কষ্ট দেয়...', কেশরী চ্যাপ্টার ২ সাফল্যের মাঝেও কেন মন ভার অক্ষয়ের?
ক্যাপশনে আরও লেখা ছিল, ‘আমরা বুঝতে পারছি আমাদের ভক্তরা এই অনুষ্ঠানের জন্য কতটা অধীর আগ্রহে অপেক্ষা করেছিলেন, কিন্তু আমরা মনে করি এই শোকের সময়ে এই সিদ্ধান্ত নেওয়াই শ্রেয়। আমাদের এই সিদ্ধান্তের ফলে যদি কোনও হতাশা বা অসুবিধা সৃষ্টি হয় তার জন্য আমরা আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থী। অনুষ্ঠানের নতুন তারিখ শীঘ্র ঘোষণা করা হবে।’
শুধু সলমন খান নয়, আয়োজকদের তরফ থেকেও একটি পোস্ট করা হয় যেখানে লেখা রয়েছে, ‘সম্প্রতি যে ঘটনাটি ঘটেছে, তার বিবেচনা করে আমরা এই অনুষ্ঠানের সময় পুনঃনির্ধারণের কঠিন সিদ্ধান্ত নিয়েছি। শিল্পী থেকে দর্শক, সকলের কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া। খুব শীঘ্রই ক্রেতারা টিকিটের দাম ফেরত পেয়ে যাবেন।’
প্রসঙ্গত, গত সপ্তাহে সলমন X হ্যান্ডেলে কাশ্মীরের পহেলগাঁও সন্ত্রাসী হামলার নিন্দা এবং নিরীহ পর্যটকদের প্রতি শোক প্রকাশ করে লিখেছিলেন, ‘ভূস্বর্গ কাশ্মীর নরকে পরিণত হয়েছে। নিরীহ মানুষদের টার্গেট করা হচ্ছে। আহত এবং নিহতদের পরিবারের সদস্যদের প্রতি আমার গভীর সমবেদনা।’
আরও পড়ুন: ‘আগামী ছুটি কাশ্মীরেই কাটাব...’! সন্ত্রাসী হামলায় ভয় না পাওয়ার আহ্বান সুনীলল শেট্টির
উল্লেখ্য, UK - তে যে অনুষ্ঠানটি হওয়ার কথা ছিল সেখানে সলমন ছাড়াও পারফর্ম করার কথা ছিল বরুণ ধাওয়ান, সারা আলি খান, মাধুরী দীক্ষিত, টাইগার শ্রফ, কৃতি স্যানন, সুনীল গ্রোভারের মতো তারকাদের।