মুক্তির আগেই শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায়ের পরিচালনায় তৈরি বাংলা ছবি 'আমার বস'-এর মুকুটে নয়া পালক। রাজ্যসভায় দেখানো হবে কিংবদন্তি রাখি গুলজার অভিনীত ছবি ‘আমার বস’।
জানা যাচ্ছে, 'আমার বস' ছবিটি ২০২৫-এর ৩ মে সকাল ১১ টায় সংসদের গ্রন্থাগার ভবনের জিএমসি বালযোগী অডিটোরিয়ামে দেখানো হবে। প্রসঙ্গত, এই ছবির হাত ধরেই দীর্ঘ ২২ বছর পর বাংলা ছবিতে ফিরছেন রাখি গুলজার। এর আগে ঋতুপর্ণ ঘোষের ‘শুভ মহুরত’-ছবিতে শেষবার দেখা গিয়েছিল গুলজারকে। সেখানে তিনি শুভ্রা গোস্বামীর চরিত্রে অভিনয় করেছিলেন। তারপর আর বাংলা ছবিতে দেখা মেলেনি এই কিংবদন্তির। তবে এবার দীর্ঘ সময় পর রাখিকে আবার বাংলা সিনে প্রেমী দর্শকদের কাছে ফিরিয়ে আনছেন শিবপ্রসাদ-নন্দিতা। তবে এই প্রথম নয়, এর আগেও শিবপ্রসাদ-নন্দিতা জুটির ‘শাস্ত্রী বিরুদ্ধ শাস্ত্রী’ হিন্দি ছবিটি দেখানো হয়েছে রাজ্যসভায়। আর এবার এই পরিচালক জুটির দ্বিতীয় ছবি দেখানো হতে চলেছে রাজ্যসভায়।
আগামী ৯ মে মুক্তি পেতে চলেছে 'আমার বস'। ইতিমধ্যেই মুক্তি পেয়েছে ছবির ট্রেলার।
বিস্তারিত আসছি…