প্রায় দিনই চর্চার কেন্দ্রবিন্দুতে থাকেন বলিউড অভিনেত্রী মালাইকা অরোরা। আর এবার চর্চার কেন্দ্রবিন্দুতে মালাইকার নতুন একটি ভিডিও। যেখানে দেখা যাচ্ছে মালাইকার বাড়িতে পৌঁছেছেন ফারহা খান। ফারাহর সঙ্গে নিয়ে তাঁর রাঁধুনি দিলীপও মালাইকার বাড়িতে পৌঁছে যান। সকলে মিলে বেশ আড্ডা দিতে দেখা যায় তাঁদের। এরই মাঝে ফারাহর রাঁধুনি দিলীপের সঙ্গে মালাইকা এমন আচরণ করেছেন সেটাই আপাতত নেটপাড়ার আলোচনার বিষয়বস্তু হয়ে উঠেছে।
কী আছে সেই ভিডিয়োতে?
ভিডিয়োতে দেখা যাচ্ছে ফারহা খান যখন তাঁর রাঁধুনি দিলীপের সঙ্গে মালাইকা অরোরার বাড়িতে হাজির হন, তখন সেখানে ছিলেন আরহানও। এমতাবস্থায় ফারাহ ও মালাইকার মধ্যে মজা থাকবে না কী করে? ফারহার মতো তাঁর রাঁধুনি দিলীপও কিন্তু সোশ্যাল মিডিয়ায় বেশ জনপ্রিয়। ফারহার ভিডিওতে প্রায়ই দেখা যায় তাঁকে। ফারহ এবং মালাইকা তাঁদের ইউটিউব চ্যানেলে যে ভিডিও শেয়ার করেছেন, তাতে তাঁদের নানান বিষয় নিয়ে কথা বলতে দেখা যাচ্ছে।
ভিডিওতে, মালাইকা এবং তার মা ফারহর জন্য মাছের কারি রান্না করেছিলেন। সেসময় সময় দিলীপকেও তাঁদের সাহায্য করেন। সেদিন দিলীপের টি-শার্ট দেখে চমকে যান মালাইকা। তাঁর টি-শার্টে ছিল ছাইয়া-ছাইয়া গানের একটি দৃশ্য। যেখানে আসলে শাহরুখের শরীরে দিলীপের মুখ বসানো ছিল। আর এটা দেখে শুধু মালাইকাই নন, তাঁর ছেলে আরহানও দিলীপকে শুভেচ্ছা জানান। মজা করে বলেন দিলীপ এত লম্বা কীভাবে হয়ে গেলেন!
এরপর খাবারের প্রসঙ্গ এলে মালাইকা ফারহা খানের রাঁধুনি দিলীপকেও খাবার টেবিলে তাঁর সঙ্গেই খেতে বসতে বলেন। তবে তাতে দিলীপ লজ্জা পেয়ে চলে যাওয়ার চেষ্টা করেন। কিন্তু মালাইকা কিন্তু ছিলেন নাছোড়বান্দা। দিলীপকে তাঁদের সঙ্গে বসেই ডিনার করতে বলেন তিনি। আর এই ভিডিয়ো দেখে সোশ্যাল মিডিয়ায় মালাইকার প্রশংসায় পঞ্চমুখ অনুরাগীরা।
একজন নেটিজেন লিখেছেন, ‘মালাইকা কত সাধারণ, শালীনতা ও ভালবাসা নিয়ে জীবনযাপন করেন। সত্যি বলতে, তিনি একজন উদার মানুষ। এইজন্যই তাঁকে ভালোবাসি’। আরেকজন লিখেছেন, 'মালাইকা ম্যাম খুব ভালো মানুষ। তিনি দিলীপকে বিনা দ্বিধায় ডাইনিং চেয়ারে বসানোর চেষ্টা করেছিলেন।' কারোর আবার মন্তব্য, ‘আরহান ও মালাইকা দুজনেই খুব মিষ্টি’।