বহুুদিন হল প্রেম নিয়ে চর্চায় রয়েছেন বলিউড সুপারস্টার আমির খান। চলতি বছর (২০২৫) জন্মদিনে নতুন বান্ধবী গৌরী স্প্র্যাটের সঙ্গে সকলের পরিচয় করিয়েছিলেন অভিনেতা আমির খান। এর আগে ২টি বিয়ে ভেঙেছে তাঁর, তবে তাতে কী! ফের নতুন করে প্রেমে পড়েছেন বলিউডের মিস্টার পারফেক্টশনিস্ট। তাঁর গার্লফ্রেন্ডকে নিয়ে নাকি কোনও আপত্তি জানাননি পরিবারের কোনও সদস্য,এমনকি প্রাক্তন স্ত্রীরাও সাদরে গ্রহণ করেছেন গৌরীকে।
এদিকে গত ২৭ এপ্রিল, রবিবার প্রাক্তন (প্রথম) স্ত্রী রিনার বাড়িতে একসঙ্গে ঢুকতে দেখা গেল আমির ও গৌরীকে, সঙ্গে ছিলেন বড় ছেলে (রীনার ছেলে) জুনেদও। নিমেষে সেই মুহূর্তটি পাপারাৎজির লেন্সবন্দি হয়। সেখানে দেখা যায়, এদিন নীল-সাদা পোশাক পরেছিলেন আমির। অন্যদিকে গৌরী পরেছিলেন গোলাপি-সাদা কুর্তার সেট। জানা যাচ্ছে ওইদিনটা স্ত্রী রিনার বাড়িতে একসঙ্গেই কাটিয়েছেন আমির-গৌরী।

এর আগে দ্বিতীয় ম্যাকাও আন্তর্জাতিক কমেডি উৎসবে গৌরীকের সঙ্গে নিয়ে হাজির হয়েছিলেন আমির খান।সেদিন ট্রাডিশনাল সাজে দেখৈ গিয়েছিল দুজনেই। নতুন বান্ধবীর হাতে হাত রেখে ক্যামেরার সামনে পোজ দিয়ে ছবি তুলতে দেখা যায় অভিনেতাকে। তাঁদের সঙ্গে সেসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চিনা অভিনেতা শেন টিং এবং মা লি।
প্রসঙ্গত, ২০২৫-এ ৬০ বছর জন্মদিনে সকলের সঙ্গে গৌরীর পরিচয় করিয়ে দিয়েছিলেন আমির খান। সেদিন আমির ফের প্রেমে পড়েছেন শুনে অনেকেই অবাক হয়েছিলেন। গৌরীকে পরিচয় করাতে গিয়ে আমির বলেছিলেন, ‘এতদিন এই সম্পর্কের কথা সকলের থেকে লুকিয়ে রেখেছিলাম। তবে আমার মনে হয় এটাই ভালো সময়। আমি ও গৌরী একে অপরকে ২৫ বছর ধরে চিনি। দেড় বছর ধরে আমরা একসঙ্গে রয়েছি। ও আমার বহু পুরনো বন্ধু এবং আমার বর্তমানে প্রেমিকা।’
এর আগে ১৯৮৬ সালে রিনা দত্তের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন আমির খান। ২০০২ সালে তাঁদের সেই বিয়ে ভেঙে যায়।। ২০০৫ সালে আমিরের ২য় বিয়ে হয় কিরণ রাও-এর সঙ্গে সঙ্গে, ২০২১ সালে সেই বিয়েতেও ইতি টানেন অভিনেতা। আর এবার জীবনের সায়াহ্নে এসে আবার নিজের ভালোবাসা খুঁজে পেয়েছেন আমির।