পহেলগাঁও আতঙ্ক এখনও কাটিয়ে উঠতে পারেনি দেশ। চারিদিকে এনিয়েই চলছে আলোচনা। এরই মাঝে হায়দরাবাদে 'রেট্রো' ছবির প্রি-রিলিজ অনুষ্ঠানে পহেলগাঁও সন্ত্রাসবাদী হামলা নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন দক্ষিণী অভিনেতা বিজয় দেবেরাকোন্ডা। তাঁর কথায় সন্ত্রাসবাদীরা আসলে ‘মগজ ধোলাই’র শিকার এবং এই মর্মান্তিক ঘটনাট ভারতীয়দের ‘একত্রিত’ থাকা উচিত।
কাশ্মীর নিয়ে ঠিক কী বলেছেন বিজয় দেবেরাকোন্ডা?
বিজয় উল্লেখ করেছেন যে তিনি মনে করেন সন্ত্রাসবাদ রোধে শিক্ষা গুরুত্বপূর্ণ। তিনি তেলুগু এবং ইংরেজিতে বলেছেন, ‘কাশ্মীরে যা ঘটছে তার সমাধান হল শিক্ষার প্রসার, যাতে সহজেই স্থানীয় যুবকদের মগজ ধোলাই করা না যায়। ওরা অর্জন করবে? কাশ্মীর ভারতের এবং কাশ্মীরিরাও আমাদের। দুই বছর আগে আমি কাশ্মীরে কুশি ছবির শুটিং করেছিলাম। সেথানে স্থানীয়দের সঙ্গে আমার ভীষণই সুন্দর স্মৃতি আছে।’
শুধু তাই নয়, কাশ্মীর নিয়ে পাকিস্তানকেও আক্রমণ করতে ছাড়েননি বিজয়। তাঁর কথায়, ‘ওদের দেশের নাগরিকরাই দেশে প্রয়োজনীয় সম্পদের অভাবে অভাবে অসন্তুষ্ট। পাকিস্তান তো নিজেদেরই দেখভাল করতে পারে না, যাদের যথাযথ বিদ্যুৎ এবং পানীয় জল নেই কিছুই নেই। ওরা এখানে কী করবে?’
বিজয় বলেন, 'ভারতকে পাকিস্তানকে আক্রমণ করার প্রয়োজনই নেই কারণ পাকিস্তানিরা নিজেরাই ওদের সরকারের উপর বিরক্ত। যদি এভাবেই চলতে থাকে, তাহলে ওরা নিজেরাই নিজেদের সরকারের উপর আক্রমণ করবে। ওরা যেভাবে লড়াই করছে, তেমনটা ৫০০ বছর আগে আদিবাসীরা করত।
আমার দেশের মানুষের মানুষ হিসেবে ঐক্যবদ্ধ থাকা উচিত এবং একে অপরকে ভালোবাসা উচিত। আমাদের সবসময় মানুষ হিসেবে এগিয়ে যেতে হবে এবং ঐক্যবদ্ধ থাকতে হবে। শিক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আসুন আমরা সবাই ভালো থাকি এবং আমাদের বাবা-মাকে ভালো রাখি, তবেই আমরা এগোতে পারব।'
নেটদুনিয়ার কিছু মানুষ বিজয়ের বক্তব্যের সঙ্গে সহমত হয়েছেন। জনসমক্ষে তাঁর এবিষয়ে কথা বলার ‘সাহস’ দেখানোর প্রশংসা করেছেন। তবে এরই মাঝে কেউ কেউ অভিনেতাকে এটাকে সিনেমার জন্য রাজনীতি বলে ট্রোল করতেও ছাড়েননি।।
বিজয় দেবেরাকোন্ডা আসন্ন কাজ
বিজয় দেবেরাকোন্ডাকে সর্বশেষ ২০২৪ সালের ছবি 'দ্য ফ্যামিলি স্টার'- এ মৃণাল ঠাকুরের বিপরীতে দেখা গিয়েছিল। প্রভাস অভিনীত 'কল্কি ২৮৯৮ এডি' ছবিতে তিনি অর্জুন হিসেবে ক্যামিও করেছেন। বর্তমানে তিনি গৌতম তিন্নানুরির 'কিংডম' এবং রাহুল সংকৃত্যনের সঙ্গে একটি নামহীন প্রকল্পে কাজ করছেন। কর্ণিক সুব্বারাজ পরিচালিত সূর্যার 'রেট্রো' ছবিটি ১ মে মুক্তি পাবে।