'পুষ্পা ২'-র দৌলতে দক্ষিণী অভিনেত্রী শ্রীলীলাকে কে না চেনেন! 'পুষ্পা ২'-এর 'থাপ্পড় মারুঙ্গি' গানে সবাইকে মুগ্ধ করেছিলেন তিনি। আবার বলি অভিনেতা কার্তিক আরিয়ানের সঙ্গে উত্তরবঙ্গে শ্যুটিং-এ এসেও চর্চায় উঠে এসেছিলেন এই দক্ষিণী সুন্দরী। তবে এবার সিনেমা নয়। চর্চায় শ্রীলীলার ব্যক্তিগত জীবন। সৌজন্যে তাঁরই একটি সোশ্যাল মিডিয়া পোস্ট।
কী আছে শ্রীলীলার সেই পোস্টে?
সোশ্যাল মিডিয়ায় নতুন পোস্টে এক ছোট্ট শিশুকন্য়ার সঙ্গে আলাপ করিয়েছেন শ্রীলীলা। প্রথম ছবিতেই কয়েকমাসের সেই মেয়েকে চুমুতে ভরিয়ে দিতে দেখা যাচ্ছে অভিনেত্রীকে। শ্রীলীলা লিখছেন, ‘ঘরে আরও একজন নতুন অতিথি এল, আমার হৃদয়ে তোমার প্রবেশ।’ অভিনেত্রীর এই পোস্টে অনেকেই শ্রীলীলাকে ভালোবাসা ও শুভেচ্ছা জানিয়েছেন।
আর ওপড়ুন-ফারহার রাঁধুনিকেও জোর করে তাঁদের সঙ্গেই খেতে বসালেন, মালাইকার উদারতায় মুগ্ধ নেটপাড়া
শোনা যাচ্ছে, এই শিশুটিকেও নাকি দত্তক নিয়েছেন অভিনেত্রী। আর অনেকেই হয়ত জানেন না, মাত্র ২৩ বছর বয়সেই ৩ সন্তানের মা তিনি। হ্য়াঁ, ঠিকই শুনছেন। নাহ শ্রীলীলা এখনও বিয়ে করেননি। বিয়ের আগে সন্তান প্রসব করেছেন এমনটাও নয়। তবে দক্ষিণী অভিনেত্রী তিন শিশুকেই দত্তক নিয়েছেন।
এর আগে মাত্র ২০২২ সালে শ্রীলীলা মাত্র ২১ বছর বয়সে এক অনাথ আশ্রম বিশেষ ক্ষমতা সম্পন্ন ২টি শিশু গুরু এবং শোভিতাকেে দত্তক নিয়েছিলেন। যেকারণে দক্ষিণে শ্রীলীলাকে মর্ডান ডে রোল মডেলও বলে থাকেন অনেকে।
বলিউডে শ্রীলীলা
এই মুহূর্তে পেশাগত জীবনেও চর্চায় রয়েছেন শ্রীলীলা। খুব শীঘ্রই বলিউডে ডেবিউ করছেন তিনি। খুব শীঘ্রই অনুরাগ বসুর নতুন ছবিতে দেখা যাবে তাঁকে। কিছুদিন আগেই কার্তিক আরিয়ানের সঙ্গে নতুন একটি ছবির শ্যুটিংয়ে উত্তরবঙ্গে এসেছিলেন তিনি। সেসময় কার্তিকের সঙ্গে শ্রীলীলার প্রেমের গুঞ্জনও শোনা যাচ্ছিল। যদিও এবিষয়ে কার্তিক কিংবা অভিনেত্রী কেউই কোনও মন্তব্য করেননি। এমনকি
শ্রীলীলা ২০০১ সালে কন্নড় সিনেমা 'কিস' দিয়ে অভিনয়ে ডেবিউ করেন। এরপর তিনি বেশকিছু তেলুগু সিনেমাতেও কাজ করেছেন। অভিনয়ের পাশাপাশি শ্রীলীলা একজন প্রশিক্ষিত ভরতনাট্যম (Bharatanatyam) নৃত্যশিল্পীও। ২০২১ সালে শ্রীলীলা (Sreeleela) তাঁর এমবিবিএস (MBBS) ডিগ্রিও সম্পূর্ণ করেছেন।