সলমন খানের দাবাং স্বভাব নিয়ে বরাবরেরই চর্চা। তাই তো যখনই এসে তিনি ক্যামেরার সামনে দাঁড়ান, গলে যায় ভক্তদের মন। বুধবার তাঁকে দেখা গেল বোন অর্পিতা খান শর্মার বাড়ির বাইরে। নিজের বাড়িত এদিন পুজোর আয়োজন করেছিলেন অর্পিতা। উপস্থিত ছিলেন বলিউডের বহু তারকা।
সাদা কুর্তা পরেছিলেন এদিন সলমন, সঙ্গে নীল জিন্স। পাপারাৎজিদের দিকে তাকিয়ে এদিন হাতও নাড়েন তিনি। গণেশের আরতি করেন সলমন আর অর্পিতা। ইনস্টাগ্রামে গণেশ ঠাকুরের আরতি করার একটা ভিডিয়োও শেয়ার করে নিয়েছেন সলমন। এমনকী সেখানে তাঁকে শ্রী সিদ্ধিবিনায়ক আরতির স্তোত্র বলতেও শোনা গেল। আর ভিডিয়োটি শেয়ার করে সলমন লিখলেন, ‘গণপতি বাপ্পা মোরিয়া’। আরও পড়ুন: এ যে কোটি কোট টাকা! ‘ব্রহ্মাস্ত্র’তে আলিয়া-রণবীর-অমিতাভের পারিশ্রমিক অবিশ্বাস্য
অর্পিতার বাড়ির পুজোতে এসেছিলেন ক্যাটরিনা কাইফ আর ভিকি কৌশল, মাকে নিয়ে অভিনেতা বরুণ শর্মা, মহেশ মঞ্জরেকর ও তাঁর মেয়ে সাইয়ি। বেশ ধুমধাম করেই হল গণেশ আরাধনা। আরও পড়ুন: পার্টিতে কোনায় গিয়ে জড়াজড়ি করছিল কৃতি-আদিত্য, ফাঁস করণের! এবার অনন্যার কী হবে?