এই মুহূর্তে দক্ষিণবঙ্গে দুটি জিনিস চলছে, একটি সাইয়ারা এবং অন্যটি বর্ষা। তাই কার্যত বাধ্য হয়েই এবার ভরা বর্ষায় স্বামীকে নিয়ে সিনেমা দেখতে বেরিয়ে পড়লেন রূপসা। যেখানে অর্ধেক ভারতবর্ষের মানুষ সিনেমাটি দেখে ফেলেছেন, এখানে আর অপেক্ষা করার কোনও মানেই হয় না।
জীবনের প্রত্যেকটি ছোটখাটো মুহূর্তই সোশ্যাল মিডিয়ায় ভাগ করেন অভিনেত্রী। ‘সাইয়ারা’ সিনেমাটি দেখতে যাওয়ার সময় তাই ঠিক একই ভাবে ভিডিয়ো অন করে রেখেছিলেন রূপসা। নায়িকার ভিডিয়োয় ধরা পড়ে সিনেমাটি দেখতে যাওয়ার সময় ঠিক কতটা অসুবিধায় পড়তে হয়েছিল তাদের।
আরও পড়ুন: বিপ্লবী অনন্ত সিংয়ের ভূমিকায় জিৎ, কবে থেকে শুরু বায়োপিকের কাজ?
আরও পড়ুন: ‘ধুমকেতু’-র মিউজিক লঞ্চ অনুষ্ঠানে চেয়ার সাজাতে ব্যস্ত দেব, মুগ্ধ নেটপাড়া
রূপসা ভিডিয়োয় দেখান, তাঁদের বাড়ির সামনে এক হাঁটু জল জমে রয়েছে। কিন্তু তা বলে কি আর সিনেমা মিস করলে চলে? তাই সায়নদীপ একেবারে টোটো নিয়ে চলে এসেছেন বাড়ির সামনে। স্বামী স্ত্রী দুজনে টোটো করেই রওনা দেন সিনেমা হলের উদ্দেশ্যে।
কিন্তু ওই যে একটি কথা আছে না, পথে হল দেরি। সিনেমা শুরু হওয়ার নির্ধারিত সময়ের প্রায় অনেকটা পরেই সিনেমা হলে পৌঁছান এই তারকা দম্পতি। সেখানেও রেহাই নেই। হলে পৌঁছে টিকিট কাটতে লেগে গেল আরও কিছুটা সময়। তবে অবশেষে নির্দিষ্ট আসনে বসে শুরু হল সিনেমা দেখা।
সিনেমা দেখতে দেখতে নায়িকার সঙ্গে নিজের স্ত্রীর বেশ মিল পান সায়নদীপ। দুজনের মধ্যে চলতে থাকে খুনসুটি। সিনেমা হল থেকে বেরিয়ে আবেগতাড়িত হয়ে সায়নদীপ বলেন, ‘কে বলে ছেলেরা কান্নাকাটি করে না? আমি নিজেই কান্নাকাটি করেছি আজ।’
আরও পড়ুন: মুক্তির এখনও একমাসও অতিক্রান্ত হয়নি, তার মধ্যেই বড় সিদ্ধান্ত ‘ম্যাডাম সেনগুপ্ত’ নির্মাতাদের
আরও পড়ুন: চলে গেলেন কবি রাহুল পুরকায়স্থ, সাহিত্য জগতে অপুরণীয় ক্ষতি
সায়নদীপের পাশাপাশি রূপসাও বলেন, ‘অন্তত একবার সিনেমাটি দেখে আসুন। অনেকে হয়তো বলছে মানুষকে ইচ্ছাকৃত কাদঁছে। কিন্তু বিশ্বাস করুন একবার সিনেমাটি দেখুন না হলে আপনিও বিশ্বাস করতে পারবেন না এত ভাল সিনেমা হতে পারে।’
রূপসার এই ভিডিয়ো পোস্ট করার পর কমেন্ট করে নেটিজেনরা একবাক্যে স্বীকার করেছেন সত্যি দারুন সিনেমা। অনেকে আবার রূপসার বাড়ির ঠিকানা জিজ্ঞাসা করেছেন। কেউ কেউ আবার ডুগ্গুর খোঁজও নিয়েছেন।