Saif-Kareena: ভিডিয়োতে দেখা গিয়েছে, বড় ছেলে তৈমুরের হাত ধরে বিমানবন্দরে হাঁটছেন সইফ। পাশে গটগট করে হেঁটে আসছেন করিনাও। ন্যানির কোলে চড়ে আসছে জেহ।
জয়সলমের থেকে ফিরলেন সইফ-করিনা
শর্মিলা ঠাকুরের ৭৮ বছরের জন্মদিন সেলিব্রেট করতে জয়সলমের উড়ে গিয়েছিলে করিনা কাপুর খান, সইফ আলি খানরা। সঙ্গে ছিল দম্পতির দুই পুত্র তৈমুর এবং জেহ। শাশুড়ি মায়ের জন্মদিন সেলিব্রেট করে স্বামী-সন্তানদের সঙ্গে সদ্য মুম্বই ফিরেছেন করিনা। মুম্বই বিমানবন্দরে পা রাখতেই পাপারাৎজ্জির লেন্সবন্দি হন তাঁরা।
ভিডিয়োতে দেখা গিয়েছে, বড় ছেলে তৈমুরের হাত ধরে বিমানবন্দরে হাঁটছেন সইফ। পাশে গটগট করে হেঁটে আসছেন করিনাও। ন্যানির কোলে চড়ে আসছে জেহ। তৈমুরের পরনে ছিল নীল রঙের সোয়েটশার্ট জিনস এবং সাদা স্নিকার্স। সইফের পরনে ক্যাজুয়াল পিঙ্ক রঙের কুর্তা, সাদা পাজামা, বাদামী রঙের জুতো এবং চোখে কালো সানগ্লাস। করিনা প্রিন্টেড ওভারসাইজ জ্যাকেটের সঙ্গে একটি সাদা শার্ট পরেছিলেন। হ্যান্ডব্যাগ ছিল অভিনেত্রীর সঙ্গে। দাদা তৈমুরের মতোই একই রকমের পোশাক পরেছেন জেহ।