বিগত বেশ কয়েকদিনে পশ্চিমবঙ্গের বাইরে কোনও ব্যক্তি যখন বাংলা ভাষায় কথা বলছেন, তখনই তাঁদের বাংলাদেশি তকমা দিয়ে দেওয়া হচ্ছে। সম্প্রতি বঙ্গভবনে দিল্লী পুলিশের পাঠানো একটি চিঠিতে বাংলা ভাষাকে ‘বাংলাদেশি ভাষা’ বলে উল্লেখ করায় ক্ষুব্ধ হয়েছেন সকলে। এবার এই নিয়ে সুর চড়ালেন সঙ্গীতশিল্পী রূপম ইসলাম।
X হ্যান্ডেলে একটি পোস্ট করে নিজের সমস্ত ক্ষোভ উগড়ে দিয়ে রূপম বলেন, ‘কী হচ্ছে এটা? বাংলা ভাষা কি দেশের ২২টা ভাষার মধ্যে ১টি নয়? কেন বাংলা বললেই তাঁদের বাংলাদেশি তকমা দিয়ে দেওয়া হচ্ছে? এটা অত্যন্ত মূর্খামির পরিচয়। ধিক্কার জানাই।’
আরও পড়ুন: ফের ছোট পর্দায় জুটি বাঁধতে চলেছেন বিক্রম-ঐন্দ্রিলা, কোন চ্যানেলে আসবেন তাঁরা?
আরও পড়ুন: অবশেষে প্রকাশ্যে এল রাজনন্দিনীর আসল পরিচয়! আর্যর অতীত কী মেনে নেবে অপর্না?
প্রসঙ্গত, বিগত কয়েক মাস ধরে বাংলার পরিযায়ী শ্রমিকদের ওপর বিভিন্ন রাজ্যে অত্যাচার চালানো হচ্ছে। বাংলা ভাষায় কথা বললেই তাদের বাংলাদেশি বলে সন্দেহ করে কখনও করা হচ্ছে মারধর, কখনও আবার চলছে লুটপাট। নিজেদের বারবার প্রমাণ করার জন্য পরিচয়পত্র দেখাতে হচ্ছে সর্বত্র।
এরই মধ্যে বাংলাদেশি সন্দেহে ৮ জন যুবককে আটক করে দিল্লি পুলিশ। যাদের গ্রেফতার করা হয় তাদের থেকে বেশ কিছু নথি বাজেয়াপ্ত করা হয়, যা ছিল বাংলায় লেখা। বাজেয়াপ্ত করা এই নথি যাচাইয়ের জন্য একজন ট্রান্সলেটর দরকার ছিল, যার পরিপ্রেক্ষিতে একটি চিঠি লেখে দিল্লি পুলিশ। সেই চিঠিতেই বাংলা ভাষাকে ‘বাংলাদেশি ভাষা’ বলে তকমা দেওয়া হয়।
আরও পড়ুন: ‘দ্য কেরালা স্টোরি’ পেল জোড়া জাতীয় সম্মান, বিতর্ক উঠতেই মুখ খুললেন আশুতোষ
আরও পড়ুন: জাতীয় পুরস্কার পেয়েও জারি বিতর্ক, ‘দ্য কেরালা স্টোরি’ নিয়ে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী
ইতিমধ্যেই দিল্লি পুলিশের সেই বিতর্কিত চিঠি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে রাজ্যের শাসকদল। এই ঘটনায় সরব হন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার রাজ্যের বাইরে বাংলা ভাষাকে এভাবে অপমান করার বিরুদ্ধে প্রতিবাদে সামিল হলেন রূপম ইসলামও।