বাংলা নিউজ > বায়োস্কোপ > Rupam Islam-EPR Iyer: র্যাপ বনাম রক! হেড ব্যাংয়ের সঙ্গে কলকাতার কনসার্ট জমল রূপম-ইপিআরের ডুয়েটে
পরবর্তী খবর
Rupam Islam-EPR Iyer: র্যাপ বনাম রক! হেড ব্যাংয়ের সঙ্গে কলকাতার কনসার্ট জমল রূপম-ইপিআরের ডুয়েটে
1 মিনিটে পড়ুন Updated: 18 Nov 2023, 09:07 AM ISTSubhasmita Kanji
Rupam Islam-EPR Iyer: কোকো কোলা কলকাতা ইজ কুকিং কনসার্টে একসঙ্গে পারফর্ম করলেন ইপিআর এবং রূপম ইসলাম। তাঁদের র্যাপ শুনে মুগ্ধ হয়েছেন সকলেই। বর্তমানে সেই ভিডিয়ো এখন সোশ্যাল মিডিয়ায় এখন ভাইরাল।
হেড ব্যাংয়ের সঙ্গে কলকাতার কনসার্ট জমল রূপম-ইপিআরের ডুয়েটে
শুক্রবার, ১৭ নভেম্বর রাতে অনুষ্ঠিত হয়ে গেল কোকো কোলা কলকাতা ইজ কুকিং কনসার্ট। অ্যাকোয়াটিকায় এদিন বসেছিলে গানের আসর। সন্ধ্যা জমিয়েছিলেন একাধিক শিল্পী তবে নজর কাড়ল ইপিআর আইয়ার এবং ফসিলসের ডুয়েট।
ফসিলস এবং ইপিআর আইয়ার ডুয়েট
অ্যাকোয়াটিকায় শুক্রবার সন্ধ্যায় বসেছিল কোকো কোলা কলকাতা ইজ কুকিং কনসার্ট। সেখানেই একত্রে পারফর্ম করতে দেখা গেল এমটিভি হাসেল খ্যাত জনপ্রিয় র্যাপ গায়ক ইপিআর আইয়ার এবং ফসিলসকে। এখানে একদিকে যখন ইপিআর তাঁর র্যাপ দিয়ে মঞ্চ মাতাচ্ছেন তখন অন্যদিকে রূপম ইসলামকেও একদম অন্য মেজাজে দেখা গেল। তিনিও এদিন তাঁর সততার বিলাসিতা গানটিকে র্যাপ করে গান। মঞ্চে যখন রূপম 'দেয়ালে যদি পিঠ ঠেকে যায়/তবে ঘুরে দাঁড়াতে হয়/মূল্যবোধের ভীষণ অবক্ষয়/তারও দায়ভার কাঁধে নিতে হয়/আমি সব ক্রুশ কাঁধে নিতে রাজি/যাতে বিদ্ধ এ সময়' গাইছেন তখন গোটা অডিয়েন্স চিৎকারে ফেটে পড়ে।