পুজোর গান ছাড়া পুজো যেন নুন ছাড়া রান্না। তাই এবারেও একাধিক পুজোর গান মুক্তি পেয়েছে। আর সেগুলোর অন্যতম হল রূপম ইসলাম এবং অমিত দত্তের নৌকো বিলাসী। এই গানটি গত ২০ সেপ্টেম্বর মুক্তি পেল।
আরও পড়ুন: 'গলা ধরবে?' বন্যা দেখতে গিয়ে কৃষকদের থেকে ওল কিনলেন রচনা! খোঁজ নিলেন কচু চাষের
রূপম ইসলাম এবং অমিত দত্তের পুজোর গান
রূপম ইসলাম এবং অমিত দত্তের পুজোর গান নৌকো বিলাসী ২০ সেপ্টেম্বর কলকাতায় মুক্তি পেল। গানটি কম্পোজ করেছেন শিলাদিত্য সোম। মিউজিক ভিডিয়োটি বানিয়েছেন অর্ণব রিঙ্গো বন্দ্যোপাধ্যায়। গানটিতে উঠে এসেছে স্বাধীনতার ক্রমাগত ইচ্ছা, বর্তমান অন্ধকার অবস্থার কথা। এবারের পুজোর গানে একটু ছক ভাঙা, অন্যরকম স্বাদের গান নিয়ে এলেন তাঁরা।
এই গানটির বিষয়ে রূপম ইসলাম জানিয়েছেন, 'আমি অমিত দার সঙ্গে অনেক কাজ করেছি। আর প্রতিবারই খুব ভালো লাগে। বিশেষ মনে হয়।' তবে এই গানটির সঙ্গে কিন্তু আরজি কর প্রতিবাদের কোনও যোগ নেই বলেই গায়ক জানিয়েছেন। এটা আগেই তৈরি হয়ে গিয়েছিল বলে জানিয়েছেন তিনি। রূপম আরও জানিয়েছেন, 'এটা একসঙ্গে অনেক শক্তিশালী শিল্পীদের যৌথ উদ্যোগে তৈরি হয়েছে। মানুষের প্রতিক্রিয়া কেমন হয় গানটি শুনে সেটা জানার জন্য মুখিয়ে আছি।'
কম্পোজারদ্বয় শিলাদিত্য, সোম জানিয়েছেন, এই গানটি মানুষের মনস্তত্ত্বের গভীরের কথা তুলে এনেছে। গানটির কথা লিখেছেন সোহম মজুমদার
আরও পড়ুন: কুইন্টাল - কিউসেক ঘেঁটে ঘ! হুগলির বন্যাকবলিত এলাকা পরিদর্শন করে বেফাঁস মন্তব্য রচনার, কটাক্ষ বিজেপির
গানটি শুনে কী বলছেন শ্রোতারা?
ইতিমধ্যেই গানটি প্রায় পৌনে সাত লক্ষ বার শোনা হয়েছে। বহু মানুষ নিজেদের মন্তব্য জানিয়েছেন। এক ব্যক্তি লেখেন, 'খুব ভালো হয়েছে আশা অডিওকে অনেক অনেক শুভেচ্ছা এই music ভিডিও প্রকাশ করার জন্য। শিলাদিত্য ও সোম দাকে অনেক শুভেচ্ছা। রূপম দা অনেক ভালোবাসা আপনার জন্য। খুব ভালো লিরিক্স সোহম। সুন্দর ভিডিও, সব মিলিয়ে সেরা অ্যালবাম এই বছরের।' আরেকজন লেখেন, 'সুযোগ পেলেই সব প্যান্ডেলে, পাড়ায়-পাড়ায় এটা বাজিয়ে দিও সবাই।' তৃতীয় জন লেখেন, 'অনেক দিন পর আবার একটা ভালো গান শুনলাম দাদা রূপমের।'