‘অপারেশন সিঁদুর’-এর পর বহু তারকাই পাকিস্তানের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে পোস্ট করেছেন। তবে টেলিপর্দার 'অনুপমা' রূপালী গঙ্গোপাধ্যায় প্রথম অভিনেত্রী যিনি কিনা 'বয়কট তুর্কি'র ডাক দিলেন। একই সঙ্গে আদমপুরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভারতীয় বিমানবাহিনীর জওয়ানদের সঙ্গে দেখা করা পোস্টটিও পুনরায় শেয়ার করে রূপালী লিখেছেন, ‘লাভ ইউ মোদীজি, জয় হিন্দ।’ এদিকে রূপালীর এই পোস্টে তাঁর সঙ্গে সহমত হয়েছেন অনেকেই। আবার তাঁর কোনও মন্তব্যে বেশ মজাই পেয়েছে নেটপাড়া।
BoycottTurkey-র আহ্বান
এদিকে ভারতের অপারেশন সিঁদুরে পাকিস্তানের প্রতি তুরস্কের সমর্থনের কথা উল্লেখ করে ইতিমধ্যেই নেটপাড়ায় 'বয়কট তুর্কি'র ডাক উঠেছে। আর এই প্রসঙ্গে রূপালীই প্রথম তারকা যিনি নিজের পোস্টে ভারতীয়দের তুরস্কে বেড়াতে যাওয়ার বুকিং বাতিল করার আহ্বান করেছেন।
বাঙালি এই অভিনেত্রী নিজের X পোস্টে লিখেছেন, ‘আমরা কি দয়া করে তুরস্কের জন্য আমাদের সমস্ত বুকিং বাতিল করতে পারি? সমস্ত ভারতীয় সেলিব্রিটি/প্রভাবশালী/ভ্রমণকারীর কাছে এটা আমার অনুরোধ। ভারতীয় হিসেবে আমরা অন্তত এটাই করতে পারি। #BoycottTurkey।’
প্রসঙ্গত, এর আগে, গায়ক বিশাল মিশ্রও ঘোষণা করেছিলেন যে তিনি আর তুরস্ক এবং আজারবাইজানে কনসার্ট করবেন না। শুক্রবার (৯ মে), গায়ক তার এক্স (পূর্বে টুইটার) এ গিয়ে লিখেছিলেন, ‘কখনও #তুরস্ক এবং #আজারবাইজানে যাব না! অবসর নেই, কনসার্ট নেই! আমার কথা মনে রেখো! কখনও না!!’
'কাটা ঘায়ে নুনের ছিটে'
এদিকে রূপালী গঙ্গোপাধ্যায় বলেন, 'কাটা ঘায়ে নুনের ছিটে-র মতো মুখ।' ক্যাপশানে আদমপুরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভারতীয় বিমানবাহিনীর জওয়ানদের সঙ্গে দেখা করা পোস্টটিও পুনরায় শেয়ার করেছেন। নিজের বক্তব্যের সঙ্গে অবশ্য হাসির ইমোজিও জুড়ে দিয়েছেন অভিনেত্রী। আবার এদিকে এই পোস্টে' লাভ ইউ মোদীজি জয় হিন্দ' লিখে দেশের পতাকার ইমোজি জুড়েছেন অভিনেত্রী।
যে পোস্টে প্রধানমন্ত্রী লিখেছেন, ‘আজ সকালে, আমি AFS আদমপুরে গিয়ে আমাদের সাহসী বিমান যোদ্ধা এবং সৈন্যদের সঙ্গে দেখা করেছি। যাঁরা সাহস, দৃঢ়তা এবং নির্ভীকতার উদাহরণ, তাঁদের সঙ্গে দেখা করা একটা বিশেষ অভিজ্ঞতা ছিল। আমাদের সশস্ত্র বাহিনী আমাদের জাতির জন্য যা কিছু করেছে তার জন্য ভারত চিরকাল তাঁদের কাছে কৃতজ্ঞ।’।
রুপালীর পোস্টে নেটিজেনরাও বেশ খুশি হয়েছেন। শুধু রূপালী গাঙ্গুলিই নন, আরও অনেকেই দেশের সৈন্যদের উৎসাহিত করার জন্য প্রধানমন্ত্রী মোদীর এই সফরকে বেশ পছন্দ করেছেন। একজন ফলোয়ার লিখেছেন, ‘মণিশা বেটা, ক্ষতস্থানে লবণ ছিটিয়ে দেওয়াটা খুব সাধারণ কথা হয়ে গেল। তোমার বলা উচিত যে ক্ষতস্থানে লবণ ও মরিচ ছিটিয়েছ।’
আরও একজন অনুসারী রূপালী গাঙ্গুলির পোস্টের উত্তরে লিখেছেন, ‘আর তুমি যখন এত সাহসের সঙ্গে টুইট করো তখন তুমি সত্যিই ভালো কাজ করো, সত্যিকারের ভালোবাসা আসে। আমরা আপনাকে জানাই অনেকে তারকাই নিরাপদে থাকার জন্য ভারত-পাকিস্তান যুদ্ধ সম্পর্কে কোনও টুইট করেননি বা কোনও বিবৃতি দেননি। অনেক বড় এ-লিস্ট অভিনেতাও এই তালিকায় অন্তর্ভুক্ত।’