টলিপাড়ার অন্দরের ফিসফাস বলছে ‘যমুনা ঢাকি’-র দুই কেন্দ্রীয় চরিত্র চুটিয়ে প্রেম করছেন। মুখে যতই ‘না’ বলুন না কেন, ভিতরে ভিতরে একটা খিচুরি তো আছেই! এর আগে রুবেলের পার্টিতে গিয়েছিলেন শ্বেতা। এবার বান্ধবীর জন্মদিনে মাঝরাতে কেক নিয়ে হাজির হলেন রুবেল। পরিবারের সঙ্গে শ্বেতা জন্মদিন কাটানোর ছবি শেয়ার করেছেন সোশ্যালে, আর সেখানে জ্বলজ্বল করছে রুবেলে মুখখানা।
চলতি মাসেই ছিল রুবেলের জন্মদিন। সেদিনও বন্ধুর বাড়িতে গিয়েছিলেন শ্বেতা কেক কাটতে। যদিও ‘যমুনা ঢাকির সংগীত এই প্রসঙ্গে বলেছিলেন, ‘না প্রেম নয়। আমরা খুব ভালো বন্ধু। বেশিরভাগ ক্ষেত্রেই ধারাবাহিক শেষ হওয়ার পর যোগাযোগটা থাকে না আর সেভাবে। আমাদের ক্ষেত্রে তা হয়নি।’ তবে শ্বেতার জন্মদিনের ছবিগুলি কিন্তু ফের প্রেমকেই উসকে দিল। আরও পড়ুন: মিঠাই-সিডের কোলে বাচ্চা, মোদক পরিবারে নতুন সদস্য এল না কি?
মাঝেও এই রটে যাওয়া প্রেমের কারণে দূরত্ব এসেছিল তাঁদের মধ্যে। গোপন খবর বলছেষ শ্বেতা আর রুবেল দুজনেই আলাদা আলাদা সম্পর্কে আছেন বহু বছর ধরে। আর এই রটে যাওয়া প্রেম সেটাকেই ভেঙে দিতে বসেছিল। ফলে ‘যমুনা ঢাকি’-র সেটেও একে-অপরকে এরিয়ে চলছিলেন। এখন বোঝা যাচ্ছে, আবার সব আগের মতো হয়ে গিয়েছে। আরও পড়ুন: আদুর গায়ে হলুদ বেনারসি, শ্যামলা রঙে ভূবন ভোলালেন সোহিনী! শাড়ির দাম কত জানেন?