টলিপাড়ায় ফের বিয়ের সানাই। আগামী বছর জানুয়ারিতে সাতপাক বাধা পড়বেন শ্বেতা ভট্টাচার্য ও রুবেল দাস। তবে বিয়ের পিঁড়িতে বসার আগেই আরও একধাপ এগিয়ে গেলেন যুগল। দুই পরিবারের উপস্থিতিতে রবিবার রীতি মেনে হল তাঁদের আশীর্বাদ।
আশীর্বাদের দিন রংমিলান্তিতে ধরা দিয়েছিলেন শ্বেতা-রুবেল। তাঁরা সেজে উঠেছিলেন নীল রঙের পোশাকে। নায়িকার পরনে ছিল সোনালি রঙের বুটি দেওয়া নীল সিল্কের শাড়ি। পাড়ের সঙ্গে মিলিয়ে গোলাপি রঙের ম্যাচিং ব্লাউজ পরেছিলেন তিনি। সঙ্গে সোনার গয়নায় সেজে উঠেছিলেন অভিনেত্রী। তাঁর সঙ্গে রং মিলিয়েই হবু বর রুবেল পরেছিলেন পাঞ্জাবি সঙ্গে সাদা চোস্ত পাজামা। দুই বাড়ির সমস্ত আত্মীয়দের উপস্থিত এদিনের অনুষ্ঠান হয়েছিল। আশীর্বাদের জায়গা সাজানো হয়েছিল ফুল দিয়ে। তাঁদের আশীর্বাদের ভিডিয়োও ইন্সটাগ্রামে শেয়ার করেছেন অভিনেত্রী। ভিডিয়োটি পোস্ট করে অভিনেত্রী লেখেন,‘পরিবারের আশীর্বাদ নিয়ে শুরু হলো নতুন জীবনের প্রথম পদক্ষেপ'। আশীর্বাদের ভিডিয়ো দেখে তাঁদের অনুরাগীরা শুভেচ্ছা বার্তায় যুগলকে ভরিয়ে দিয়েছেন।
আরও পড়ুন: গাব্বার মাঠে সারা! শুভমনের সঙ্গে প্রেমের গুঞ্জনে কি সিলমোহর দিলেন সচিন-কন্যা?
তবে কিছু দিন আগেই খবর শোনা গিয়েছিল, নিকট আত্মীয়ের মৃত্যুতে নাকি বিয়ের আপাতত স্থগিত রাখছেন তাঁরা। তাঁর অবিবাহিত পিসি মারা গিয়েছিলেন। তবে সেই সব জল্পনা মিথ্যে করে সেই সময় শ্বেতা জানিয়েছিলেন পিসির মৃত্যুর জন্য তাঁর বিয়ে আটকাবে না। মিথ্যা খবর নাকি ছড়িয়েছে।
আরও পড়ুন: চর্চিত প্রেমিকের বাড়ির বিয়েতে কৃতি, প্রেমে কি তাহলে শিলমোহর? কে এই কবীর, যাকে মন দিয়েছেন নায়িকা
তাছাড়াও পিসির মৃত্যুতে তাঁর বিয়ের ভাঙাছে এই মিথ্যে খবর এর পরিপ্রেক্ষিতে একটি ভিডিয়োর মাধ্যমে শ্বেতা জানিয়েছিলেন যে তাঁদের বিয়ে ভাঙতে পারেনা। তাঁদের সম্পর্ক সাতজন্মের।
প্রসঙ্গত, নিজেদের প্রেম নিয়ে কোনওদিনই লুকোছাপাও করেননি রুবেল-শ্বেতা। ২০২০ সালে 'যমুনা ঢাকি' সিরিয়ালে একসঙ্গে কাজ করার সময়ই বন্ধুত্ব তৈরি হয় শ্বেতা-রুবেলের। পরে সেই বন্ধুত্ব ভালোবাসায় বদলে যায়। শুরুর দিকে তাঁরা অবশ্য নিজেদের সম্পর্কের বিষয়ে প্রকাশ্যে কোনও কথা বলতে চাইতেন না। পরে রুবেল-শ্বেতা দুজনেই খুল্লাম খুল্লা প্রেম করেছেন। প্রেমের কথা সকলের সামনে মেনেও নিয়েছেন।
শোনা গিয়েছে আগামী বছর অর্থাৎ ২০২৫ সালের জানুয়ারিতেই গাঁটছড়া বাঁধতে চলেছেন এই তারকা জুটি। শ্বেতা আর রুবেলের ফ্যানদের পক্ষ থেকে শোনা গিয়েছে ১৯ জানুয়ারি নাকি তাঁরা সাতপাকে বাধা পড়বেন। টলিউডের তারকাদের বিয়ে মানেই বেশ একটা সাজোসাজো ব্যাপার, যা আগে দেখা গিয়েছে আদৃত-কৌশাম্বি, কাঞ্চন-শ্রীময়ী, সৌরভ-দর্শনাদের বিয়ের সময়তেই। এবার অপেক্ষা শুধু বর ও কনের সাজে শ্বেতা ও রুবেলকে দেখার।