
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
সুস্মিতা সেন এবং রোমান শল দীর্ঘদিন সম্পর্কে ছিলেন। বয়সের ব্যবধানকে উড়িয়ে ভালোই চলছিল দুজনের সম্পর্ক। কিন্তু ২০২১ সালে তাঁরা জানিয়ে দেন যে তাঁরা আলাদা হয়ে গিয়েছেন। সেই পোস্টে লেখেন, 'আমরা বন্ধু হিসেবেই সম্পর্ক শুরু করেছিলাম, আমরা বন্ধুই রইলাম। প্রেমের সম্পর্ক শেষ হল। কিন্তু ভালোবাসা থাকল।' বলাই বাহুল্য পোস্টের মতো বাস্তবেও সেই ঘটনার পরও তাঁদের যোগাযোগ বন্ধুত্ব দুটোই ছিল বা আছে। কিন্তু সম্প্রতি কানাঘুষোয় যাচ্ছে যে ফের কাছাকাছি এসেছেন সুস্মিতা সেন এবং রোমান শল। আর সেটারই ঝলক যেন এদিন পাওয়া গেল।
আরও পড়ুন: আসছে ববি-প্রীতির আইকনিক ছবি সোলজার-এর সিক্যুয়েল! কবে থেকে শুরু হচ্ছে শ্যুটিং? মুখ্য ভূমিকায় কারা?
গত বছর হৃদরোগে আক্রান্ত হন সুস্মিতা সেন। তারপরই নাকি ফের কাছাকাছি আসেন সুস্মিতা এবং রোমান। তাঁদের একাধিক ইভেন্টে একসঙ্গে দেখা গিয়েছে। এদিন তেমন ভাবেই একটি ইভেন্টে একসঙ্গে গিয়েছিলেন তাঁরা। সেখানে ভিড় উপচে পড়ে অভিনেত্রীকে ঘিরে। তাঁর অনুরাগীরা তাঁকে ছেঁকে ধরে ছবি তোলার জন্য। তখন সেই ভিড় থেকে এক প্রকার সুস্মিতাকে আগলে রাখেন রোমান।
সুস্মিতাকে এদিন একটি কালো শিমারি পোশাকে দেখা যায়। অন্যদিকে ক্যাজুয়াল পোশাকেই ছিলেন রোমান। এই অ্যাওয়ার্ড শোতে এদিন যখন এক ভক্ত সুস্মিতার সঙ্গে ছবি তুলতে আসেন তখন তাঁকে প্রটেকটিভ প্রেমিকের মতোই আগলে রাখেন রোমান।
রোমানের এই কাজে রীতিমত মুগ্ধ হয়েছেন নেটিজেনরা। তাঁকে সবুজ পতাকার সঙ্গেও তুলনা করেছেন। অন্যদিকে রোমানের এই কাজে রীতিমত লজ্জা পেয়ে যান সুস্মিতা। তাঁর সেই ব্লাশ করা নিয়েও কথা চলছে নেটপাড়ায়।
প্রসঙ্গত সুস্মিতা সেনকে শেষবার তালি ছবি এবং আরিয়া ৩ সিরিজে দেখা গিয়েছে। তাঁর এই দুটো কাজই OTT মাধ্যমে মুক্তি পেয়েছিল এবং দর্শকদের থেকে দারুণ সাড়া পেয়েছিল।
6.88% Weekly Cashback on 2025 IPL Sports