Ritabhari Chakraborty: 'বহুরূপী'র দ্বিতীয় গান অনুপম রায়ের সুরে শ্রেয়া ঘোষাল কন্ঠে 'আজ সারা বেলা' মুক্তি পেয়েছে। গানটিতে আবির-ঋতাভরীকে দেখা গিয়েছে। বৃহস্পতিবার 'আজ সারা বেলা'-এর মিউজিক লঞ্চ ইভেন্টে গানটি নিয়ে কথা বলতে গিয়ে নায়িকা জানান তাঁকে নাকি পাবলিকলি স্নান করতে হয়েছে।
রক্তবীজের বিরাট সাফল্যের পর এবার পুজোতেও উইন্ডোজ প্রোডাকশন হাউজ তাদের পুজোর ছবি 'বহুরীপী' নিয়ে আসছে। অ্যাকশনে ঠাসা এই ছবিতে একেবারে অন্যরূপে ধরা দেবেন ঋতাভরী চক্রবর্তী। ইতিমধ্যেই তাঁর প্রথম লুক প্রকাশ্যে এসেছে। তাছাড়াও শুক্রবার 'বহুরূপী'র দ্বিতীয় গান অনুপম রায়ের সুরে শ্রেয়া ঘোষাল কন্ঠে 'আজ সারা বেলা' মুক্তি পেয়েছে। গানটিতে আবির-ঋতাভরীকে দেখা গিয়েছে। বৃহস্পতিবার 'আজ সারা বেলা'-এর মিউজিক লঞ্চ ইভেন্টে গানটি নিয়ে কথা বলতে গিয়ে নায়িকা জানান, তাঁকে পাবলিকলি স্নান করতে হয়েছে।
অ্যাকশন থ্রিলার 'বহুরূপী' ছবিতে উঠে আসবে বাংলার বুকে ঘটে যাওয়া সবথেকে বড় এবং ভয়ঙ্কর ব্যাঙ্ক ডাকাতির গল্প। এই ছবিতে পুলিশ অফিসারের ভূমিকায় ধরা দেবেন আবির চট্টোপাধ্যায়। তাঁর চরিত্রের নাম এসআই সুমন্ত ঘোষাল। ছবিতে আবিরের স্ত্রীর 'পরী'-এর চরিত্রে দেখা যাবে ঋতাভরী চক্রবর্তীকে।
ছবির প্রেমের গান 'আজ সারা বেলা'-এর শুটিংয়ের অভিজ্ঞতা নিয়ে ঋতাভরী বলেন, 'আবিরদার সঙ্গে আমার কমফোর্ট জোন এতটাই, যে কোন দৃশ্যের শুটিংয়ের সময় আমরা আলোচনা করেই পুরো কাজটা করতাম। আমরা যেরকম রসায়ন ক্যামেরায় ফুটিয়ে তুলেছি, তার জন্য সব সময় বাস্তবে একে-অপরের প্রেমে পড়ার দরকার পড়ে না। আমার মনে হয় যে আবেগটা চলে আসে যদি বিপরীতের মানুষটা সাহায্য করে। আবীর দা খুব সাবলীল ভাবে একটা চরিত্রে ঢুকে যেতে পারে। সেখানে ওঁর সঙ্গে সহজেই নিজের চরিত্রে ঢুকে গিয়ে ওঁর সঙ্গী হয়ে ওঁকে ভালোবাসা যায়। তা একেবারে কঠিন মনে হয় না।'
গানটিতে দেখা গিয়েছে 'পরী' তার স্বামীর স্বপ্নে বিভোর। তার জন্যই অপেক্ষা করছে। নানা সময় তার কথা ভাবতে ভাবতে অন্যমনস্ক হয়ে হয়ে পড়ছে। আর স্নান করে সেজেগুজে স্বামীর বাড়ি ফেরার অপেক্ষা করছে। সেখানেই একটি দৃশ্যে অভিনেত্রীকে স্নান করতে দেখা গিয়েছে। সেই দৃশ্য প্রসঙ্গে মজার ছলেই অভিনেত্রী বলেছেন, 'তবে ভুললে চলবে না যে, আমি কিন্তু পাবলিকলি স্নান করেছি এই গানে।'