শুধু নববর্ষ নয়, যে কোনও বিশেষ দিনেই ঋতাভরীকে খুদেদের সঙ্গেই কাটাতে দেখা যায়। স্কুলের বিশেষভাবে সক্ষম ছাত্রছাত্রীদের সঙ্গে সময় কাটানোর পাশাপাশি, তাঁদের সঙ্গে খাওয়া দাওয়াও করেন অভিনেত্রী। সেসব কিছু মুহূর্ত নিজের ইনস্টাস্টোরিতে শেয়ার করেছেন অভিনেত্রী।
আবির-ঋতাভরী
এই 'ফাটাফাটি' গরমেই ভিন্ন স্বাদের 'ফাটাফাটি' গল্প নিয়ে বংলা ছবির দর্শক দরবারে হাজির হতে চলেছেন ঋতাভরী চক্রবর্তী। তবে তারই মাঝে নিজের ছবির নায়ক আবির চট্টোপাধ্যায়ের হাত ধরে নববর্ষ একটু অন্যভাবেই কাটালেন অভিনেত্রী।
কিন্তু কীভাবে কাটল ঋতাভরীর নববর্ষ?
ঋতাভরী নববর্ষ কাটিয়েছেন 'দ্যা আইডিয়াল স্কুল ফর জেফ' স্কুলে। স্কুলের খুদেদের হাতে নতুন জামা তুলে দেন ঋতাভরী। তবে শুধু নববর্ষ নয়, যে কোনও বিশেষ দিনেই ঋতাভরীকে খুদেদের সঙ্গেই কাটাতে দেখা যায়। স্কুলের বিশেষভাবে সক্ষম ছাত্রছাত্রীদের সঙ্গে সময় কাটানোর পাশাপাশি, তাঁদের সঙ্গে খাওয়া দাওয়াও করেন অভিনেত্রী। সেসব কিছু মুহূর্ত নিজের ইনস্টাস্টোরিতে শেয়ার করেছেন অভিনেত্রী।
সম্প্রতি মুক্তি পেয়েছে উইন্ডোজ প্রোডাকশন প্রযোজিত ছবি 'ফাটাফাটি'র ট্রেলার। যে ছবিতে প্লাস সাইজের মডেল ফুল্লরার ভূমিকায় দেখা গিয়েছে ঋতাভরীকে। সম্প্রতি মুক্তি পেয়েছে ছবির ট্রেলার। যেখানে বার্তা দিতে দেখা গিয়েছেন, 'ফ্যাশান মানে, মোটা কিংবা রোগা হওয়া নয়, 'ফ্যাশান মানে নিজেকে সুন্দর করে সাজানো।'