ফেসবুকে দীর্ঘ পোস্ট করে শাসক দলকে আক্রমণ শাণিয়েছেন ঋদ্ধি। ঘটনার প্রতিবাদ জানিয়ে লিখেছেন, ‘অমিত সাহা এবং অরূপ খাঁড়ার গায়ে হাত ওঠার ঘটনায় গোটা পশ্চিমবঙ্গের শিল্পীরা এগিয়ে আসুক, দেখা যাক, কতজনের গায়ে হাত তুলবে এই তৃণমূলের লুম্পেন গুন্ডা বাহিনী।'
আরও লিখেছেন, 'নাট্যোৎসবকে বুড়ো আঙুল দেখিয়ে , আইন নিজের হাতে তুলে নিয়ে এরা দেখিয়ে দিলো যে মানুষের থেকে কেকের মূল্য বেশি। সদ্য গজিয়ে ওঠা উৎসবের ভিড়ে আরেকটা উৎসব জুড়ে দেওয়া হোক, গণ ধোলাইয়ের উৎসব, যুক্তি আর বুদ্ধি কে চিতায় তুলে সব শাসক দল সেই গায়ে হাত তোলে, আবার তুলবে, বার বার তুলবে, আমরা ব্যর্থ, নির্লজ্জ, হতভাগ্য জনগণ, এই গায়ে হাত তোলা আমাদের সকলের গায়ে হাত তোলা।’