রিচা বলেন, ‘লোকডন তো ওঁকে হিংসা করেন। কী আর বলব! কুমড়োর মতো মুখ নিয়ে…, উনি(ঐশ্বর্য) ভারতের সবথেকে সুন্দরী মহিলা, ভীষণ শৃঙ্খলাপরায়ণ, লাবণ্যময়ী। ওঁকে কখনও কারোর সম্পর্কে খারাপ কথা বলতে শুনবেন না, কোনও বিতর্কে থাকেন না। আমার তো ওঁকে ভীষণ পছন্দ। …লোকজন ট্রোল করে ওঁকে, তাতে কী যায় আসে!’
রিচা চাড্ডা-ঐশ্বর্য রাই বচ্চন
গত অক্টোবরেই প্যারিস ফ্যাশান উইকে যোগ দিয়েছিলেন ঐশ্বর্য রাই বচ্চন। সেখানে ঐশ্বর্যর লুকে অনেকেই যেমন মুগ্ধ ছিলেন, তেমনই আবার অনেকেরই মনে হয়েছে ‘ঐশ্বর্যা মোটা হয়ে গিয়েছেন’ যেকারণে তীব্র ট্রোলের মুখেও পড়তে হয় রাই' সুন্দরীকে। এবার সেই ঘটনা প্রসঙ্গেই ঐশ্বর্যর হয়ে সুর চড়ালেন অভিনেত্রী রিচা চাড্ডা। ঐশ্বর্যকে ট্রোল করা নিয়ে রিচার সাফ কথা, ‘লোকজন ওঁকে হিংসে করে…’।
সম্প্রতি একটি টক শোয়ে হাজির হয়েছিলেন রিচা চাড্ডা। ২০১৬তে 'সরবজিৎ' ছবিতে একসঙ্গে অভিনয়ও করেন রিচা। তিনি বলেন, ‘লোকডন তো ওঁকে হিংসা করেন। কী আর বলব! কুমড়োর মতো মুখ নিয়ে…, উনি(ঐশ্বর্য) ভারতের সবথেকে সুন্দরী মহিলা, ভীষণ শৃঙ্খলাপরায়ণ, লাবণ্যময়ী। ওঁকে কখনও কারোর সম্পর্কে খারাপ কথা বলতে শুনবেন না, কোনও বিতর্কে থাকেন না। আমার তো ওঁকে ভীষণ পছন্দ। উনি দক্ষিণ ভারতীয় মানসিকতার এক পরিবারের থেকে এসেছেন। উনি এমন একজন মহিলা যিনি বাড়িতে দই-ভাত-পাপড় খেয়ে থাকেন। লোকজন ট্রোল করে ওঁকে, তাতে কী যায় আসে!’