
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
বুধবারে মাঝরাতে সইফ ও করিনার বাড়িতে ডাকাতির উদ্দেশে প্রবেশ করে এক ব্যক্তি। সেইসময় গোটা পরিবার ছিল গভীর ঘুমে। এখানেই শেষ নয়, আটকাতে গেলে ছুরি নিয়ে হামলা করা হয় সইফ আলি খানের উপরে। এরপর বাড়ির অন্য সদস্যরা জেগে উঠলে, সেই ব্যক্তি পালিয়ে যান বলেই খবর পাওয়া যাচ্ছে। আপাতত লীলাবতী হাসপাতালে সইফ আলি খান। প্রায় ৫ ঘণ্টা ধরে চলে তাঁর অপারেশন।
এদিকে, ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু হয়েছে। মুম্বই পুলিশের পাশাপাশি, মুম্বই ক্রাইম ব্রাঞ্চও তদন্তে। অভিনেতার বাড়ির নীচে এনকাউন্টার স্পেশালিস্ট দয়াকে দেখা গিয়েছে, পুলিশ কুকুরও নিয়ে আসা হয়েছে। খতিয়ে দেখা হচ্ছে সিসিটিভি ফুটেজ।
আরও পড়ুন: সারেগামাপা-র সেমি ফাইনালে মাথায় সোনালি টুপি অনীক, সত্যজিৎ ও অতনুর, এই ৩ জনই কি ফাইনালিস্ট?
এদিকে, একাধিক রিপোর্টে দাবি করা হয় যে, জেহের তত্ত্বাবধায়ক চোরকে প্রথম দেখেন এবং চিৎকার করে ওঠেন। আর সইফ তাঁর সেই চিৎকার শুনেই ছুটে যান জেহের ঘরে। এরপর দুজনের মধ্যে হাতাহাতি হয়। এবং ছুরি দিয়ে আঘাত করে পালিয়ে যায় সে।
যদিও সইফ-করিনার গৃহকর্মী এলিমা ফিলিপস ওরফে লিমা যিনি সেইসময় বাড়িতে উপস্থিত ছিলেন এবং তিনিই প্রথমে অভিযুক্তকে ফ্ল্যাটে প্রবেশ করতে দেখেন। তিনি অভিযুক্তকে থামানোর চেষ্টা করেন এবং হাতাহাতিতে তাঁর হাতে আঘাত লাগে। তার চিৎকার শুনে সইফ আলি খান এসে ওই হামলাকারীর সঙ্গে ধস্তাধস্তি শুরু করে। অভিযুক্ত তার সঙ্গে ধারালো অস্ত্র বস্তু বহন করছিল এবং তা দিয়েই সইফকে ছুরিকাঘাত করেছিল বলে পুলিশ জানিয়েছে।
পুলিশ আগেই নিশ্চিত করেছিল যে, ঘটনাটি ঘটার সময় করিনা কাপুর, তৈমুর, জেহ এবং বাড়ির সমস্ত সদস্য বাড়িতেই ছিলেন। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, বৃহস্পতিবার ভোর ৪টার দিকে ডাকাতির চেষ্টার ঘটনা ঘটে।
সইফকে নিয়ে হাসপাতালে ছুটে যান করিনা কাপুর খান। ইতিমধ্যেই বন্ধুকে দেখতে হাসপাতালে পৌঁছে গিয়েছেন শাহরুখ খান। লীলাবতী হাসপাতালে পৌঁছে গিয়েছেন সইফের প্রথমপক্ষের দুই সন্তান সারা আলি খান ও ইব্রাহিম আলি খান।
আরও পড়ুন: নিজের বাড়িতে কে ছুরি দিয়ে কোপাল সইফকে, ডাকাত নাকি…! ১ জনকে আটক করল মুম্বই পুলিশ
লীলাবতী হাসপাতালের নীরজ উত্তমানি বলেন, সাইফের অস্ত্রোপচার শেষ হয়েছে এবং পরিবার শীঘ্রই একটি বিবৃতি জারি করতে চলেছে।
লীলাবতী হাসপাতালের সিওও আরও জানান যে ছুরির ভাঙা অংশ সইফ আলি খানের মেরুদণ্ডের কাছে পাওয়া গিয়েছে এবং সেটি বের করে আনা হয়েছে। উত্তমানি জানান যে, সেটি পুলিশের কাছে জমা দেওয়া হয়েছে। সাইফকে আইসিইউ-তে স্থানান্তরিত করা হয়েছে এবং একদিনের জন্য আইসিইউ-তে পর্যবেক্ষণে রাখা হবে।
6.88% Weekly Cashback on 2025 IPL Sports