অভিনয় দক্ষতার চেয়ে ‘বাহ্যিক সৌন্দর্য্য’ কে বেশি প্রধ্যান্য দেওয়া হয় বলিউডে? প্রশ্ন রাখা হয়েছিল বলিউডের ভার্সাটাইল অভিনেত্রী রত্না পাঠক শাহর সামনে। চেনা ভঙ্গিতে চাঁচাছোলা জবাব দিলেন নাসিরুদ্দিন শাহ ঘরণী।
অভিনেত্রী রত্না পাঠক শাহ শেয়ার করেছেন কীভাবে মানুষ ইনস্টাগ্রামে তাদের ফলোয়ারের সংখ্যার ভিত্তিতে কাজ পাচ্ছে। ব্রুট ইন্ডিয়ার সাথে কথা বলার সময় , রত্না আরও বলেন যে যেহেতু তিনি সেই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে নেই, তাই তিনি কাজ পাচ্ছেন না। অভিনেতা বলেন যে, তিনি বর্তমানে এক বছরেরও বেশি সময় ধরে বেকার ছিলেন।
আরও পড়ুন: (সানজিদা ‘বহিরাগত’, মন্তব্য করে নেটদুনিয়ার রোষানলে শারমিন সেহগাল)
রত্নাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে, ‘বাহ্যিক সৌন্দর্য্য’-এর বিষয়ে তিনি কি মনে করেন? অভিনেতার চেহারার উপর খুব বেশি জোর দেওয়া হয়? তিনি বলেন, ‘হ্যাঁ, সহজ উত্তর - হ্যাঁ। আমি জানি না কিভাবে এর জন্য অভিনেতাদের দোষারোপ করা যায় কারণ এগুলিই এমন জিনিস যা জিজ্ঞাসা করা হয় এবং ফোকাস করা হয়। ইনস্টাগ্রামে ফলোয়ারের সংখ্যার উপর নির্ভর করে লোকেরা আজ কাজ পাচ্ছে এটাও আমি শুনেছি।’
তিনি আরও বলেন, ‘আমি ইনস্টাগ্রামে না থাকায় কেউ আমার কাছে কাজের জন্য যোগাযোগ করেনি। তাই হয়তো সেই কারণেই আমি পাইনি, পাশাপাশি এটাও সত্যি যে আমি এখন সম্পূর্ণভাবে বেকার ছিলাম, যেটা খুবই কঠিন।’
আরও পড়ুন: (OTT মাধ্যম নেটফ্লিক্সে ভারতীয় সিনেমা ও সিরিজের বিলিয়ন ভিউ, কোন ছবি ও সিরিজ রয়েছে শীর্ষ তালিকায়?)
রত্না ১৯৮০-এর দশকে হিট টিভি সিরিয়াল ইধার উধার-এ অভিনয় করার পর সকলের প্রিয় হয়ে ওঠেন তিনি। সারাভাই বনাম সারাভাই (২০০৪-২০০৬) ছবিতে মায়া সারাভাই চরিত্রে অভিনয়ের জন্য তিনি ব্যাপক পরিচিতি লাভ করেন।
রত্না শ্যাম বেনেগালের ‘মান্ডি’ দিয়ে অভিনয়ে আত্মপ্রকাশ করেন রত্না পাঠক শাহ ।পরবর্তীকালে কাপুর অ্যান্ড সন্স, জানে তু ইয়া জানে না, গোলমাল ৩, এক ম্যায় অর এক তু, খুবসুরাত, লিপস্টিক আন্ডার মাই বোরখা, জয়েশভাই জোর্দার, অ্যাটাক এবং ধক ধক-এর মতো জনপ্রিয় ছবিতে অভিনয় করেন।