‘কম্পাস’, 'ভোলে বাবা পাড় করেগা'-এর পর স্টার জলসায় ফের নতুন মেগা ‘ও মোর দরদিয়া’ আসছে তা আগেই জানা গিয়েছিল। ধারাবাহিকের প্রোমোতে দেখা গিয়েছিল এই মেগার হাত ধরেই প্রায় ১০ বছর পর কামব্যাক করছেন পর্দার 'বাহামনি' রণিতা দাস। আর এবার চ্যানেলের পক্ষ থেকে প্রোমো প্রকাশ্যে এনে জানানো হল সম্প্রচারের দিনক্ষণ।
আরও পড়ুন: জুবিনের মৃত্যুর ৬ দিন পর তাঁকে নিয়ে পোস্ট কঙ্গনার! গায়কের প্রয়ানে কী লিখলেন নায়িকা?
ধারাবাহিকে একজন নিম্নবিত্ত ঘরের গৃহবধূর চরিত্রে অভিনয় করতে দেখা যাবে রনিতা দাসকে। রনিতার স্বামীর ভূমিকায় অভিনয় করবেন ফাহিম মির্জা। ধারাবাহিকে রনিতার বিপরীতে অভিনয় করবেন বিশ্বজিৎ ঘোষ।
ধারাবাহিকের প্রোমোয় দেখা গিয়েছে, রনিতার অভিনীত চরিত্র গণেশ পুজোর দিন বাড়িতে প্রদীপ জ্বালাচ্ছে। সে গর্ভবতী। সে বাড়ির সামনে বসে তার অনাগত সন্তানের সঙ্গে কথা বলছে। ঠিক সেই সময় তাদের বাড়িতে তার স্বামীর খোঁজে হানা দেয় বেশ কিছু লোক। সে স্বামীর খোঁজ করতে গিয়ে ঘরে ঢুকে দেখে যে তার স্বামী সব কিছু গুছিয়ে পালিয়ে যাওয়ার ফন্দি আটছে।
আরও পড়ুন: 'মদ খেলে ব্যাথা কমত', জটিল রোগে ছটপট করতেন সলমন! ‘আত্মঘাতী রোগ’-এর স্বীকার নায়ক