অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে মুক্তি পেল ‘দেবী চৌধুরানী’ ছবির টিজার। দর্শকদের দেওয়া কথা রেখে ১৩ অগস্ট সকাল ঠিক ১১ঃ১১ মিনিট নাগাদ মুক্তি পেল এই ছবির টিজারটি। ইতিহাসের পাতা থেকে উঠে এল ভবানী পাঠকদের গল্প।
টিজার প্রসঙ্গে
প্রথমেই প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে গুরুগম্ভীর গলায় বলতে শোনা যাচ্ছে, ‘১৭৭০ খ্রিস্টাব্দে লোভী ইংরেজদের হাত থেকে মাতৃভূমিকে বাঁচাতে গর্জে ওঠা এক দল সন্ন্যাসী বিদ্রোহীদের ইতিহাস এই গল্পে। একবিন্দু লোহা থেকেই গড়ে ওঠে এক শাণিত তরবারি।’ এরপরই দেখা যাচ্ছে শিষ্যকে যুদ্ধের জন্য প্রস্তুত করছেন ভবানী পাঠক।
আরও পড়ুন: হাসপাতালে ভর্তি সৌরভ গঙ্গোপাধ্যায়ের মা, উদ্বিগ্ন গোটা পরিবার
আরও পড়ুন: ধুমকেতু মুক্তির আগে ফের বৈঠকের ডাক নন্দনে, দেব-প্রসেনজিৎ-ঋতুপর্ণার উপস্থিতিতে হবে আলোচনা
অসম্ভব সুন্দর প্রেক্ষাপট, এক লহমায় যেন মনে হল ইতিহাসকেই চোখের সামনে তুলে ধরার সফল প্রচেষ্টা। বহুদিন বাদে একটি অসাধারণ চরিত্রে দেখতে পাওয়া গেল শ্রাবন্তীকে। প্রসেনজিৎ নিজের চরিত্রে অভূতপূর্ব। বাকিরাও অসামান্য নিজ নিজ চরিত্রে। সব মিলিয়ে টিজার দেখে মুগ্ধ নেটিজেন।
Adited Motion pictures - এর তরফ থেকে টিজারটি প্রকাশ্যে আনা হয়েছে। ক্যাপশনে লেখা, ‘আমরাও লড়াই ফিরিয়ে দেব। এই গল্প গৌরবময় ইতিহাসের গল্প। বাংলার সংস্কৃতির গল্প, বাংলার মাটির গল্প। এই দেবীপক্ষে আসছে দেবী চৌধুরানী।’
আরও পড়ুন: ভক্তি কি পারবে দুরত্ব ঘোচাতে? ‘বৃন্দাবন বিলাসিনী’- তে কড়া টক্কর তুলিকা-সুদীপ্তার
আরও পড়ুন: ক্যামেরা দেখেই ছুট একরত্তির, ‘ইয়ালিনি যথার্থই তারকাসন্তান…’, বললেন নেটিজেনরা
ছবিটি পরিচালনা করেছেন শুভ্রজিৎ মিত্র। প্রযোজনা করেছেন অপর্ণা দাশগুপ্ত। ছবিতে গান গেয়েছেন ইমন চক্রবর্তী। শ্রাবন্তী এবং প্রসেনজিৎ ছাড়া অভিনয় করেছেন অর্জুন চক্রবর্তী, সব্যসাচী চক্রবর্তী, দর্শনা বণিক, বিবৃতি চট্টোপাধ্যায় এবং অ্যালেক্স ও'নিল। বীরভূম থেকে ঝাড়খন্ড সর্বত্র চলেছে এই ছবির শ্যুটিং।
প্রসঙ্গত ১১ আগস্ট ছবির মোশন পিকচার প্রকাশ্যে আনা হয়েছিল। রক্তে রাঙা তরবারি এবং ত্রিশূলের মাঝে তৈরি হওয়া এক ইতিহাসের গল্প যেন ফুটে উঠেছিল ওই একটি ছবির মাধ্যমে। এরপরেই ঘোষণা করা হয়েছিল, ১৩ আগস্ট ছবিটির টিজার মুক্তি পাবে। সেই কথামতো আজ মুক্তি পেল ছবির টিজার।