৪ অগস্ট ছিল 'ধূমকেতু'র ট্রেলার লঞ্চ অনুষ্ঠান। এই অনুষ্ঠানের মঞ্চে প্রায় ১০ বছর পর এক সঙ্গে দেখা গিয়েছিল দেব ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়কে। তাঁদের গলায় কখনও ধরা পড়েছিল অভিমান, আবার দেব ফ্লার্টও করেন কখনও। তারপর তাঁদের আবার একসঙ্গে 'ধূমকেতু' মুক্তির আগের দিন দেখা যায় নৈহাটির বড়মার মন্দিরে। আর দেব শুভশ্রীকে একসঙ্গে দেখে তোলপাড় হয় স্যোশাল মিডিয়া। কটাক্ষের তীর ধেয়ে আসে দেবের প্রেমিকা রুক্মিণী মৈত্র ও শুভশ্রীর স্বামী রাজ চক্রবর্তীর দিকে। যা মোটেও কাম্য ছিল না। সেই ব্যক্তিগত আক্রমণ নিয়ে কিছু দিন আগেই মুখ খুলেছিলেন দেব, কৌশিক গঙ্গোপাধ্যায় এবং রুক্মিণী মৈত্ররা। এবার তা নিয়ে ট্রোলারদের কড়া জবাব দিলেন প্রযোজক রানা সরকার।
আরও পড়ুন: কুকুরের থেকেও কম টাকা পারিশ্রমিক পেয়েছিলেন রুদ্রনীল! স্ট্রাগলের কথা ভাগ করে নিলেন অভিনেতা
কী লিখলেন রানা সরকার?
তিনি সমাজমাধ্যমের পাতায় লেখেন, ‘রুক্মিণী: কাব্যে উপেক্ষিতা? রুক্মিনী যদি দেবের হাতটা শক্ত করে না ধরতেন, তা হলে ‘ধূমকেতু’ রিলিজ কেন, শ্যুটিং করাই সম্ভব হত না। এর সবচেয়ে বড় সাক্ষী আমি আর কৌশিক গঙ্গোপাধ্যায়। ১০ বছর আগে ধূমকেতু অ্যানাউন্সমেন্টের আগে থেকে রিলিজের দিন পর্যন্ত রুক্মিণীর মুখে ধূমকেতু নিয়ে কোনও দিন নেতিবাচক কথা শুনিনি। বড় পর্দায় যখন দেব-শুভশ্রী ম্যাজিক, তখন একমাত্র রুক্মিণীই বলতে পারেন, ‘আমি ছিলাম, আছি, থাকব…শুধু একজনেরই জন্য’…বৌদি লাভস ইউ অল। তবুও এক শ্রেণীর মানুষ যেভাবে অকারণে রুক্মিণীকে আক্রমণ করেছেন এত দিন, সেটা নিন্দনীয়। রুক্মিণী এগিয়েই যাচ্ছেন, আর তাঁরা ক্রমশ মানুষ হিসেবে পিছিয়ে পড়ছেন।’