Actress Deepika visits Ram Mandir: শনিবার অযোধ্যায় রাম লালার মন্দির পরিদর্শনে গিয়েছিলেন অভিনেত্রী দীপিকা চিখালিয়া। দেখুন সেই ছবি-
অযোধ্যায় রাম লালার মন্দির পরিদর্শনে গিয়েছিলেন অভিনেত্রী দীপিকা চিখালিয়া
আশির দশকের শেষ দিকে জনপ্রিয় টেলিভিশন শো ছিল রামানন্দ সাগরের 'রামায়ণ'। রামের ভূমিকায় অভিনয় করেছিলেন অরুণ গোভিল এবং সীতার ভূমিকায় দীপিকা চিখালিয়া। গোটা পৃথিবী জুড়ে নাকি প্রায় ৬৫ কোটি দর্শক দেখেছিলেন এই টিভি শো। এরপর বেশ কিছু ছবিতে অভিনয় করেছিলেন দীপিকা, তবে সীতা চরিত্রের মতো আর কিছুই তাঁর কেরিয়ারে ওই জনপ্রিয়তা দেয়নি।
রাম জন্মভূমি থেকে বেরিয়ে এসে ৫৩ বছর বয়সী দীপিকা বলেছেন, ‘আমি প্রথমবার অযোধ্যায় এসেছি। রাম লালাকে প্রণাম করার পর আমার নিজেকে ধন্য মনে হচ্ছে’। অভিনেত্রী আরও বলেছেন, ‘রামমন্দির নির্মাণ শেষ হলে এবং ভক্তদের জন্য মন্দির খুলে দিলে আমি আবার অযোধ্যায় আসব’।