Adil Khan Durrani: ‘ভালোবাসার সবচেয়ে বড় অভিব্যক্তি সম্মান করা', রাখির অভিযোগের পর লিখলেন আদিল
2 মিনিটে পড়ুন Updated: 06 Feb 2023, 03:57 PM ISTRakhi-Adil: স্বামী আদিল নাকি বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়েছে, অভিযোগ রাখি সাওয়ান্তের। এরপরই নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগের ভিত্তিতে ইনস্টাগ্রাম স্টোরিতে 'সম্মান'-এর গুরুত্ব সম্পর্কে কয়েকটি পোস্ট শেয়ার করেছেন আদিল। তিনি বলেছেন, ভালোবাসা প্রকাশের সবচেয়ে বড় রূপ হল শ্রদ্ধা করা।
রাখির সঙ্গে আদিল