বাংলা নিউজ > বায়োস্কোপ > Rakhi Sawant: উমরাহ সেরে দেশে ফিরেই পেলেন পুষ্পবৃষ্টি, সাংবাদিকদের বললেন 'রাখি নয়, ফাতিমা বলুন'
পরবর্তী খবর
Rakhi Sawant: উমরাহ সেরে দেশে ফিরেই পেলেন পুষ্পবৃষ্টি, সাংবাদিকদের বললেন 'রাখি নয়, ফাতিমা বলুন'
1 মিনিটে পড়ুন Updated: 31 Aug 2023, 01:47 PM ISTSubhasmita Kanji
Rakhi Sawant: মক্কায় উমরাহ করে দেশে ফিরলেন রাখি সাওয়ান্ত। ফুলের মালা পরিয়ে বরণ করে নেওয়া হল তাঁকে। তিনি এদিন জানান তাঁকে যেন কেউ রাখি নয়, ফাতিমা বলে ডাকে।
উমরাহ সেরে দেশে ফিরলেন রাখি!
মক্কা থেকে ওমরাহ করে দেশে ফিরলেন রাখি সাওয়ান্ত। তিনি কিছুদিন আগে তাঁর কয়েক জন বন্ধুর সঙ্গে সৌদি আরবে গিয়েছিলেন তীর্থ করতে। সেখান থেকেই বৃহস্পতিবার সকালে ফিরে এলেন। এদিন তিনি মুম্বই বিমান বন্দরে পা রাখতেই তাঁর কিছু ভক্তরা তাঁকে ফুলের মালা পরিয়ে বরণ করে নেন। শুধুই কি তাই তাঁর উপর পুষ্প বৃষ্টিও করেন।
তিনি যখন মুম্বই বিমান বন্দর থেকে বেরোচ্ছিলেন তখন কিছু চিত্র সাংবাদিক তাঁকে ছেঁকে ধরেন। 'রাখি জি, রাখি জি' করে তাঁদের চেঁচাতে শোনা যায়। তাঁদের উদ্দেশ্যে তিনি বলেন 'রাখি নয়, ফাতিমা বলে ডাকুন।' তাঁর কথা পাপরাৎজিরা মেনে নেন। এবং তাঁকে ফাতিমা বলেই ডাকেন। এক ব্যক্তি এমন সময় তাঁকে একটি ফুলের মালা পরাতে যান। প্রথমে পিছনে সরে যান রাখি তারপর সেই ভক্তের হাত থেকে সেই মালা নিয়ে নেন।
কিন্তু ওমরাহ করে আসার পরই তিনি যে সবাইকে অন্য নামে তাঁকে ডাকতে বলছেন তবে কি তিনি খাতায় কলমে তাঁর বদলাতে চলেছেন? সাংবাদিকদের প্রশ্নের এই উত্তরে বিগ বসের প্রাক্তন অংশগ্রহণকারী বলেন, 'ইশ্বর আমাকে এভাবেই বানিয়েছেন। উনি চান না আমি খাতায় কলমে আমার নাম বদলাই।'
ওমরাহ করতে গিয়ে সেখান থেকে একাধিক ভিডিয়ো করে সেটা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন তিনি। একটি ভিডিয়োতে তাঁকে অঝোরে কাঁদতেও দেখা যায়। অনেকেই আবার তাঁর এই পোস্টে তাঁকে কটাক্ষ করেছেন। বলেছেন তিনি নাকি এসব পাবলিসিটি পাওয়ার জন্য করছেন।