Rakhi Sawant brother Rakesh Sawant: বিগত কয়েক দিন ধরেই রাখি সাওয়ান্তের ব্যক্তিগত জীবন নিয়ে জোর চর্চা চলছে। স্বামী আদিল এবং ব্যক্তিগত জীবন নিয়ে একাধিকবার সংবাদমাধ্যমের সামনে মুখ খুলেছেন রাখি। আদিল গ্রেফতার হওয়ার পর রাখি সাওয়ান্তের দাদা রাকেশ সাওয়ান্ত আরও বিস্ফোরক মন্তব্য করেছেন।
আদিলের বিষয় মুখ খুলল রাখির পরিবারের সদস্য
রাখি সাওয়ান্ত এবং আদিল দুরানির দাম্পত্য কলহ মঙ্গলবার থানা পর্যন্ত পৌঁছে গিয়েছে। স্বামীর বিরুদ্ধে পরকীয়া-মারধর-চুরি সহ একাধিক বিষয় নিয়ে থানায় অভিযোগ দায়ের করেছেন রাখি। অভিনেত্রীর অভিযোগের ভিত্তিতেই আদিলকে গ্রেফতার করেছে পুলিশ। এ দিন দিলের গ্রেফতারির কথা বলতে বলতেই সংবাদমাধ্যমের সামনে জ্ঞান হারান রাখি।
বিগত কয়েক দিন ধরেই রাখি সাওয়ান্তের ব্যক্তিগত জীবন নিয়ে জোর চর্চা চলছে। স্বামী আদিল এবং ব্যক্তিগত জীবন নিয়ে একাধিকবার সংবাদমাধ্যমের সামনে মুখ খুলেছেন রাখি। বছর ৪০-এর রাখি গত বছর ১০ বছরের ছোট আদিল দুরানির সঙ্গে নিকাহ সরেন। এতদিন তাঁদের বিয়ের খবর চাপা দিয়ে রেখেছিলেন দুজনে। কিন্তু নতুন বছরের জানুয়ারি মাসে বিয়ের খবর মিডিয়ার সামনে স্বীকার করেন তাঁরা।
আদিল গ্রেফতার হওয়ার পর রাখি সাওয়ান্তের দাদা রাকেশ সাওয়ান্ত আরও বিস্ফোরক মন্তব্য করেছেন। তিনি দাবি করেছেন, যেদিন তাঁদের মা জয়া সাওয়ান্ত মারা গিয়েছে সেদিন নাকি রাখির গায়ে হাত তুলেছিলেন আদিল, ‘যেদিন মা মারা যায়, সেদিন রাখিকে খুব বাজে ভাবে মারধর করেছিল আদিল… আমরা সবাই খুব চটে গিয়েছিলাম'। তিনি আরও মন্তব্য করেছেন, ‘ও (আদিল) আমার বোনের সব টাকা পয়সা নিয়ে নিয়েছে, সেগুলি সব দুবাইয়ে আটকে রেখেছে’। আরও পড়ুন: স্বামী আদিলের গ্রেফতারির কথা বলতে বলতেই মিডিয়ার সামনে জ্ঞান হারান রাখি