এবার কপিল শর্মার শো 'দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো'-তে দেখা যাবে পরিণীতি চোপড়া ও রাঘব চাড্ডাকে। শোয়ের প্রোমো সামনে এসেছে, যা দেখে রীতিমতো মজা পেয়েছে নেটিজেনরা। দেখা যায় যে, রাঘব চাড্ডা কপিলের শোতে খালি পায়ে আসেন এবং কপিল তা দেখে অবাক হয়ে যান। তবে আপনিও অবাক হবেন জেনে যে, কারা তাদের জুতা চুরি করেছে।
আর রাঘবকে এভাবে খালি পায়ে আসতে দেখে মস্করা করে কপিল বলে ওঠেন, ‘আপনি কি কোনো মানত করেছিলেন নাকি যে, আমার যদি পরিণীতির সঙ্গে বিয়ে হয়, তাহলে কপিলের শো-তে খালি পায়ে যাব?’ এতে রাঘব জবাব দেন যে, তিনি যখন ব্যাকস্টেজে ছিলেন তখন কেউ তার জুতো চুরি করেছে।
আর ঠিক তখনই কৃষ্ণ-কিকু ‘জিজু’, ‘জিজু’ করতে করতে এন্ট্রি নেন। এরপর তাঁরা রাঘবের কাছে জুতোর বিনিময়ে টাকা চায়। এতে আপ নেতা বলে ওঠেন, ‘এই দেখো, নেতার পকেট থেকে টাকা বের করতে চাইছে।’
কপিল এরপর রাঘবকে জিজ্ঞাসা করেন, আপনার কাছে সবচেয়ে কঠিন কী ছিল, নির্বাচনে জয়ী হওয়া নাকি স্ত্রীর হৃদয় জয় করা। এই বিষয়ে পরিণীতি বলেন, সব থেকে মুশকিল হল রাঘবকে কাজ থেকে বের করে আনা। এতে কপিল বলে ওঠেন, ‘তার মানে আমাদের দেশের নেতারা তো কাজ করতে চায়, বউরাই করতে দেয় না।’
এরপর রাঘব ও পরিণীতির সঙ্গে তাঁদের লাভ অ্যাট ফার্স্ট সাইট নিয়েও মস্করা করেন কপিল। দেখা যায় যে, কপিলের কাছ থেকে আসা পরতিটা গুগলির জবাব দিচ্ছেন রাঘবও। কম যান না পরীণিতিও।
কপিল এরপর পরিণীতিকে জিজ্ঞাসা করেন যে, কেন তিনি তাঁকে বিয়েতে ডাকেননি। এতে পরিণীতির জবাব ছিল, কপিলও তো নিজের বিয়েতে ডাকেননি পরিণীতিকে। আর এভাবেই কমেডিতে ভরে ওঠে এপিসোড।