সোমবার সকালেই জনপ্রিয় অভিনেতা জয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে শোকোস্তব্ধ গোটা টলিউড। একসময়ের সুপরিচিত নেতা তথা অভিনেতা জয় বন্দ্যোপাধ্যায় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেলেন। সন্ধ্যে গড়াতে না গড়াতেই ফের আরও একটি দুঃসংবাদ শুনতে পাওয়া গেল। সমাজমাধ্যমে পোস্ট করে এই খবরটি জানালেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।
প্রসেনজিৎ একটি ছবি পোস্ট করে লিখেছেন, ‘বাবু যেখানেই থাকিস ভালো থাকিস।’ কিন্তু কে এই বাবু? কার মৃত্যুতে ভেঙে পড়লেন বুম্বাদা? টলিউডের কোনও অভিনেতা নন, এই বাবুসোনা হলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের নিতান্তই ভীষণ কাছের মানুষ।
আরও পড়ুন: ‘ধূমকেতু’ ছবির আড়ালে লুকিয়ে এক অন্য গল্প, পরিচালকের পোস্ট দেখে চমকে উঠলেন সকলে
আরও পড়ুন: 'দুটো বাচ্চার মা...'! ধূমকেতু মুক্তি পেতেই শুভশ্রীকে নিয়ে এ কী বললেন দেব
বাবুসোনা মুখোপাধ্যায় হলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের দীর্ঘদিনের গাড়িচালক। টলিউডে ‘বাবু’ নামেই পরিচিত ছিলেন তিনি। বুম্বাদা নিজেও তাঁকে বাবু নামেই সম্বোধন করতেন। এই দিন বাবুসোনার একটি সাদা কালো ছবি পোস্ট করে বুম্বাদা জানান, তাঁর প্রিয় মানুষটি আর নেই।
শুধু বুম্বাদা নন, দীর্ঘদিন কাজ করার সুবাদে টলিউডের অনেকের সঙ্গেই পরিচিত ছিলেন বাবুসোনা। হাসিখুশি অমায়িক এই মানুষটির আচমকা প্রয়াণে শোকস্তব্ধ টলিউডের একাধিক মানুষ। যদিও প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের পোষ্টের কমেন্ট বক্সে অনেকেই বুঝতে পারেননি এই বাবুসোনাকে। কেউ কেউ আবার জয় বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও গুলিয়ে ফেলেছেন বাবুসোনাকে।
আরও পড়ুন: ‘ধূমকেতু’ ছবির আড়ালে লুকিয়ে এক অন্য গল্প, পরিচালকের পোস্ট দেখে চমকে উঠলেন সকলে
আরও পড়ুন: 'দুটো বাচ্চার মা...'! ধূমকেতু মুক্তি পেতেই শুভশ্রীকে নিয়ে এ কী বললেন দেব
প্রসঙ্গত, এই মুহূর্তে আসন্ন ছবি ‘দেবী চৌধুরানী’ নিয়ে ভীষণ ব্যস্ত প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। পরিচালক শুভ্রজিৎ মিত্রের পরিচালনায় তৈরি এই ছবিতে শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের সঙ্গে অভিনয় করবেন প্রসেনজিৎ। নাম ভূমিকায় শ্রাবন্তী অভিনয় করবেন, অন্যদিকে ভবানী পাঠকের চরিত্রে দেখা যাবে প্রসেনজিৎকে।
ইতিমধ্যেই ছবির টিজার মুক্তি পেয়েছে, যা শুধু দেখে নয় সাড়া ফেলে দিয়েছে বিদেশের মাটিতেও। তাই খুব স্বাভাবিকভাবেই এই মুহূর্তে ‘দেবী চৌধুরানী’ ছবি নিয়ে ব্যস্ততায় দিন কাটছে বুম্বাদার। এর মধ্যেই বাবুসোনার মৃত্যুর খবর কিছুটা তাঁকে নাড়িয়ে দিলো বৈকি।
উল্লেখ্য, ২৫ অগস্ট টলিউডের বিখ্যাত অভিনেতা জয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে গোটা ইন্ডাস্ট্রিতে ছড়িয়েছে শোকের ছায়া। নেতা তথা অভিনেতা মাত্র ৬২ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন কলকাতার একটি বেসরকারি হাসপাতালে।