বাহামা ছুটির মেজাজে ধরা দিলেন নিক জোনাস আর প্রিয়াঙ্কা চোপড়া। অভিনেত্রী তাঁর ইনস্টাগ্রামে পর পর বেশ কিছু ছবি ও ভিডিয়ো আপলোড করেছেন। উইকিপিডিয়া অনুসারে প্রিয়াঙ্কা ১৮ জুলাই ৪৩-এ পা দিয়েছেন। জন্মদিন উপলক্ষ্যে পরিবারের সঙ্গে বাহামাতে ঘুরতে গিয়েছেন নায়িকা। সেখানে জন্মদিন উদযাপনও করেছেন। আর উদযাপনের বেশ কিছু ছবি এবং ভিডিয়ো তিনি অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন।
আরও পড়ুন: বিকিনি পরে রোদ পোহাচ্ছেন মা প্রিয়াঙ্কা, নিকের পাশে বসে হাত দিয়ে মুখ ঢাকলো মেয়ে মালতী!
সেখানেই নায়িকার শেয়ার করা একটি ভিডিয়োতে দেখা যায় জলের মধ্যে শুয়ে নিক, বিকিনি পরে তাঁর উপর বসে প্রিয়াঙ্কা! রবিবার নায়িকা একগুচ্ছ ছবি ভাগ করে নেন, সঙ্গে শেয়ার করে বেশ কয়েকটা ভিডিয়োয়। সেখানেই শুরু ছবিতে একটি লাল গাউন পরে, চোখে রোদ চশমা এঁটে, ভিজে চুলে রোদ পোহাতে দেখা যায় নায়িকাকে। তার পরের ছবিতে দেখা যায় লাল রঙের বিকিনি পরে বালি মেখে হাসি মুখে বসে অভিনেত্রী। আর তার পরের ভিডিয়োতেই দেখা যায় কালো রঙের হাফ প্যান্ট পরে জলের উপর শুয়ে নিক, আর তাঁর উপর বসে প্রিয়াঙ্কা। মাঝে মাঝে ক্যামেরার দিকে তাকিয়ে হাসি মুখে পোজও দিচ্ছেন তিনি।
আরও পড়ুন: 'টাকা দেবেন করে দেব, নিজেকে ইউজ হতে দেব না…', পরিচালকদের জন্য কেন কড়া বার্তা কিরণের?