গত বছর সারগেসির মাধ্যমে মেয়ের জন্ম দিয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া আর নিক জোনাস। নিকিয়াঙ্কা তাঁদের একমাত্র মেয়ের নাম রেখেছেন মালতী মেরি চাপড়া জোনাস। সম্প্রতি NMACC ইভেন্টে যোগ দিতে মেয়ে মেলতীকে নিয়েই ভারতে এসেছেন প্রিয়াঙ্কা। সঙ্গে রয়েছেন নিকও।
মালতীকে (Malti Marie Chopra Jonas) দেখতে পুরো বাবা নিকের (Nick Jonas) মতো। গায়ের রং খুদের ধবধবে সাদা। তবে প্রিয়াঙ্কা (Priyanka Chopra) ফাঁস করলেন মালতীকে দেখতে যতই জোনাসদের মতো হোক না কেন, স্বভাবে সে কাপুর। অভিনেত্রী জানালেন দেড়় বছরের খুদের প্রিয় খাবার মটর পনির, বিরিয়ানি। একেবারে চোপড়াদের মতো সেও পঠন্দ করে মশলাদার খাবার।
নিক আর প্রিয়াঙ্কা মালতীকে নিয়ে মুম্বইয়ের কালিনা বিমানবন্দরের বাইরে পা রাখার মুহূর্ত ভাইরাল হয়েছিল নেটমাধ্যমে। ৩১ মার্চ দেশে ফেরেন অভিনেত্রী। পাপারাৎজিদের সামনে দাঁড়িয়ে পোজ দিলেন প্রিয়াঙ্কা ও নিক। সেই সময় সকলের নজর কাড়ে খুদে মালতীর মুখের মিষ্টি হাসিও। সেদিন প্রিয়াঙ্কা পরেছিলেন গোলাপি রঙের থাইস্লিট স্কার্ট ও ক্রপ টপ। চোখে ছিল রোদচশমা এবং পায়ে স্নিকার। নিক পরেছিলেন ডেনিম জিন্স, ম্যাচিং হুডি, সাদা স্নিকার এবং কমলা টুপি। তাঁর চোখেও ছিল সানগ্লাস। মালতীর পরনে ছিল সাদা ও কালো কম্বিনেশনের ফ্রক। আরও পড়ুন: মেয়ে আর পুত্রবধূর মধ্যে কী পার্থক্য? করিনাকে শিখিয়েছিলেন শাশুড়ি শর্মিলা ঠাকুর
নেটপাড়ার অনুমান নিক আর প্রিয়াঙ্কা একেবারে বোন পরিণীতি চোপড়ার বাগদান সেড়ে আমেরিকায় ফিরবেন। আপ নেতা রাঘব চাড্ডার সঙ্গে সম্পর্কে রয়েছেন ইশকজাদে অভিনেত্রী। খবর, চলতি মাসেই আংটি বদল সারবেন তাঁরা দিল্লিতে। আর সেই অনুষ্ঠানে থাকবেন দুই পরিবারের সদস্য। যদিও সম্পর্ক নিয়ে মুখ খোলেননি রাঘব বা পরিণীতির কেউই। প্রশ্ন এলে হয় এড়িয়ে গিয়েছেন না হয় চুপ থেকেছেন।
অন্য দিকে, প্রিয়াঙ্কা খবরে রয়েছেন হলিউড পডকাস্ট শো-তে তাঁর করা বিতর্কিত মন্তব্যের কারণেও। যেখানে তিনি দাবি করেন একসময় বলিউডে তাঁকে কোণঠাসা করার চেষ্টা হয়েছিল। আর এই নোংরা রাজনীতির কারণে ক্লান্ত হয়েই হলিউডে চলে যান।
অভিনেত্রীকে এরপর দেখা যাবে সিটাডেল-এ। বলিউডের প্রোজেক্ট জি লে জারা-তে কাজ করার কথা রয়েছে পরিণীতি চোপড়ার আলিয়া ভাট ও ক্যাটরিনা কাইফের সঙ্গে।
(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক )