নিতেশ তিওয়ারি ‘রামায়ণ’-এর প্রথম লুক প্রকাশ্যে আসতেই তা নিয়ে রীতিমতো চর্চা শুরু হয়ে গিয়েছে। প্রথম ঝলক দেখেই দর্শকরা প্রসংশায় ভরে দিয়েছেন। কিন্তু জানলে অবকা হবেন এই ছবিতে লক্ষ্মণের স্ত্রী ঊর্মিলার চরিত্রে অভিনয়ের জন্য ডাক পেয়েছিলেন বাংলার নায়িকা? জানেন তিনি কে?
বৃহস্পতিবার ছবির প্রথম লুক প্রকাশ্যে এসেছে। এদিন দেশের নয় শহরে তা দেখানো হয়। এই টিজার লঞ্চ অনুষ্ঠানে হাজির ছিলেন টলিপাড়ার উজ্জ্বল সব মুখেরা। চোখে থ্রি ডি চশমা পরে তাঁরাও দেখেন টিজার। সেখানে হাজির ছিলেন অভিনেত্রী প্রিয়াঙ্কা ভাট্টাচার্যও। তিনি ছবি সম্পর্কে কথা বলতে গিয়ে ফাঁস করেন যে, তিনিও নাকি এই ছবিতে কাজের প্রস্তাব পেয়েছিলেন। লক্ষ্মণের স্ত্রীর চরিত্রে অভিনয়ের জন্য ডাক পেয়েছিলেন নায়িকা।
আরও পড়ুন: মিলে গেল ঠোঁটে ঠোঁট, বাগদান সারলেন অংশুলা! তিন বছর আগে কীভাবে প্রেমে পড়েন অর্জুন কাপুরের বোন?
ইটিভি ভারত বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রিয়াঙ্কা ভাট্টাচার্য বলেন, ‘এই ছবির ব্যাপারে অনেকদিন আগে থেকেই আমি জানি। কারণ আমাকে এই ছবিতে ঊর্মিলার চরিত্রের জন্য প্রস্তাব দেওয়া হয়েছিল। মুকেশ ছাবড়া কাস্টিং করছিলেন। কিন্তু তখন আমি সিঙ্গাপুরে অন্য একটা কাজে ছিলাম। বড় মিস হয়ে গেল আমার জীবনের। এই ছবিটার অংশ হতে পারলে ভালো হত। আমাদের ছোটবেলা জুড়ে রামায়ণ। আর এবার বিশাল বাজেট নিয়ে সিনেমাতে আসছে এই কাহিনি। বাংলায় এই কাহিনি আসার প্রধান অন্তরায় বাজেট।’
প্রসঙ্গত, বৃহস্পতিবার অর্থাৎ ৩ জুলাই রণবীর কাপুর, যশ, সাঁই পল্লবী এবং সানি দেওল অভিনীত রামায়ণ ছবির প্রথম লুক প্রকাশ্যে এসেছে। এই ছবিতে রণবীর এবং যশের প্রথম লুক দেখেই মুগ্ধ হয়েছে নেটিজেনরা। শুরু হয়ে গিয়েছে আদি পুরুষের সঙ্গে তুলনাও।
আরও পড়ুন: বনি-কৌশানির একসঙ্গে পথ চলার ১০ বছর, কেক কেটে হল উদযাপন! জানেন কীভাবে শুরু হয়েছিল তাঁদের প্রেম
রঘুনন্দন বেশে নিজেকে সকলের সামনে মেলে ধরার জন্য তিল তিল করে নিজেকে গড়ে তুলেছিলেন রণবীর কাপুর। গত কয়েক মাসে মদ্যপান থেকে মাংস সবকিছুই ছেড়েছিলেন তিনি। নিজেকে সম্পূর্ণভাবে সঁপে দিয়েছিলেন রাম চরিত্রের কাছে। সেই কঠোর পরিশ্রম যে একেবারে বৃথা যায়নি, তা ছবির লুক প্রকাশ হতেই প্রমাণিত হয়ে যায়।
‘রামায়ণ’ নিয়ে পরিচালক আগেই কথা দিয়েছিলেন এই ছবিটি কোনও ধর্মীয় ভাবাবেগে আঘাত করবে না। সেই কথাই সত্যি হতে চলেছে এবার। চলতি বছরের মধ্যেই দুটি পর্বের কাজই শেষ করে ফেলতে চাইছেন পরিচালক কারণ ২০২৬ সালের দীপাবলিতে প্রথম পর্ব এবং ২০২৭ সালের দীপাবলিতে দ্বিতীয় পর্ব মুক্তি পাওয়ার কথা।