নতুন বছরে বর জেনে গুডেনাফের সঙ্গে পেরু বেড়াতে গিয়েছেন অভিনেত্রী প্রীতি জিন্টা। মুম্বই ফিরে আবার নিজের ডেইলি রুটিনে ফিরে এসেছেন তিনি। সপ্তাহান্তে প্রীতি ফিটনেস ও শরীরচর্চা নিয়ে একটি ভিডিয়ো শেয়ার করেছেন। জিমে প্রচুর পরিশ্রম করছেন অভিনেত্রী।
প্রীতি প্রেস ব্যায়ামের বিভিন্নতা এবং সরঞ্জাম ব্যবহার করছেন। এই ব্যায়ামটি পিঠের পেশি এবং বুকের পেশীগুলি শক্তিশালী করে তোলে। পরে অভিনেত্রী লিফট-আপ ওয়ার্কআউটও করেছেন। ভিডিয়োতে দেখা যাচ্ছে, বেশ কঠিক কঠিন ব্যায়াম অনায়াসেই করে ফেলছেন প্রীতি। আরও পড়ুন: সবচেয়ে দুর্বল সেনাবাহিনী কোন কোন দেশের? তালিকার ৮ নম্বর নামটা চমকে দেওয়ার মতো